নয়াদিল্লি: বিজেপির উপর আস্থা রাখার জন্য উত্তরপ্রদেশ মানুষকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ট্যুইটে লেখেন, “উত্তরপ্রদেশে বিজেপির এই জয় গ্রামবাসী, সমাজের খেটে খাওয়া মানুষ, কৃষকদের জন্য এসেছে। দরিদ্রদের অটুট বিশ্বাসের জয়। যোগী আদিত্যনাথের দুর্নীতিমুক্ত, আতঙ্কমুক্ত প্রশাসনের উপর ভরসা রেখেছেন সাধারণ মানুষ। হৃদয়ের অন্তর থেকে উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।''
ফের যোগীতেই আস্থা উত্তরপ্রদেশের। গোরক্ষপুর থেকে লক্ষাধিক ভোটে জিতলেন যোগী আদিত্যনাথ। কিছুটা আসন কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় বিজেপি। এখনও পর্যন্ত ২৬৩ আসনে জয়ের পথে বিজেপি। গতবারের তুলনায় আসন বাড়লেও বহু পিছিয়ে সমাজবাদী পার্টি। ১৩৫ আসন পেয়ে দ্বিতীয় স্থানে অখিলেশের দল। বিএসপি ১, কংগ্রেস আটকে ২ আসনে। ৩৭ বছর পর উত্তরপ্রদেশে পরপর দু’বার সরকারে শাসকদল। ৫ বছর ক্ষমতায় থাকার পর প্রথমবার ফের নির্বাচিত কোনও মুখ্যমন্ত্রী।
এদিন যোগী আদিত্যনাথ বলেন, "প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৪ রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সুশাসনেই মানুষ ভরসা রেখেছে। উত্তরপ্রদেশের উপর গোটা দেশের নজর ছিল। ভোটগণনা নিয়ে যে কুৎসা চলছিল, আজ মানুষ তার জবাব দিয়েছেন। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ’। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, আমাদের পূর্ণ সমর্থন করার জন্য। জাতীয়বাদ, উন্নয়ন ও সুশাসনের প্রতি মানুষের আশীর্বাদেই এই বিপুল জয়। বিজেপির ডবল ইঞ্জিন সরকার গত ৫ বছরে উত্তরপ্রদেশে উন্নয়ন হয়েছে। গরিবের উন্নয়নে যে পদক্ষেপ করা হয়েছে মানুষ তারই প্রতিদান দিয়েছে।'' তাঁর কথায়, "করোনাকালে যে ভাবে মানুষের পাশে বিজেপি দাঁড়িয়েছে, এই জয় তারই পরিণাম। যখন আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছিলাম, তখন বিরোধীরা ষড়যন্ত্র করছিল। মানুষ বিরোধীদের ষড়যন্ত্রের জবাব দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। মা-বোন-মহিলারা পাশে দাঁড়িয়েছেন বলেই বিজেপি ইতিহাস রচনা করতে চলেছে। নরেন্দ্র মোদির মতো নেতার জন্যই ইতিহাস রচনা করতে চলেছে বিজেপি। এই জয় আমাদের মানুষের কাছে আরও দায়বদ্ধ করে তুলবে।''
আরও পড়ুন: Punjab Election Result 2022: পাঞ্জাব-জয়ের পর জোফ্রা আর্চারের ট্যুইট দিয়ে জয়োল্লাস আম আদমি পার্টির