লখনউ: সমালোচনা, বিতর্কের ধার এমনিতেই ধারেন না তিনি। এ বার উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ইতিহাস রচনা করলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তরপ্রদেশের রাজনৈতিক ইতিহাসে মুখ্যমন্ত্রী হিসেবে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করে এই প্রথম দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরলেন কেউ।  


পর পর দু’বার ভোটে জিতে ক্ষমতায় ফেরার নজির যদিও রয়েছে উত্তরপ্রদেশে (UP Election Result 2022)। কিন্তু আগে কেউই পাঁচ বছর মুখ্যমন্ত্রী হিসেবে মেয়াদ সম্পূর্ণ করে দ্বিতীয় বার বিজয়ী হতে পারেননি। এ ছাড়াও ১৯৮৫ সালে নারায়ণ দত্তই শেষ বার পর পর দুই বিধানসভা নির্বাচনী জয়ী হয়েছিলেন। তার ৩৭ বছর বছর পর এই প্রথম কেউ পর পর দু’বার ক্ষমতায়।


এর আগে সম্পূর্ণানন্দ, চন্দ্রভানু গুপ্ত এবং হেমবতী নন্দন বহুগুণা পর পর ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তাঁরা কেউই একটানা মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি।  


শুধু তাই নয়, এই প্রথম বিজেপি-র (BJP) কেউ উত্তরপ্রদেশে দু’দফায় ক্ষমতা দখল করলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে মেয়াদ সম্পূর্ণ করতে পারা তৃতীয় নেতা যোগী। তাঁর আগে মায়াবতী এবং অখিলেশ যাদবই নিজেদের মেয়াদকাল সম্পূর্ণ করতে পেরেছিলেন।


আরও পড়ুন: Punjab Assembly Poll Result 2022: 'পহেলে আপ', দিল্লি মডেলেই বাজিমাত কেজরিওয়ালের, ৭০ বছর পর পরিবর্তন পাঞ্জাবে


এখনও পর্যন্ত মোট ২১ জন মুখ্যমন্ত্রী পেয়েছে উত্তরপ্রদেশ। তাঁদের মধ্যে চন্দ্রভানু গুপ্ত থেকে, চৌধরি তরণ সিংহ, নারায়ণ দত্ত তিওয়ারি, কল্যাণ সিংহ, মুলায়ম সিংহ যাদব, মায়াবতীর মতো নেতা-নেত্রীরা একাধিক বার মুখ্যমন্ত্রী হয়েছেন।


এ দিন উত্তরপ্রদেশে ২৬১ আসনে জয়লাভ করেছে বিজেপি। সমাজবাদী পার্টি জয়ী হয়েছে ১৩৭ আসনে। কংগ্রেস দু’টি এবং বহুজন সমাজ পার্টি ১টি আসনে জয়ী হয়েছে। উত্তরপ্রদেশে এ বার মোট ভোটের ৪৪.৬ শতাংশই পেয়েছে বিজেপি, ২০১৭-র তুলনায় যা ৫ শতাংশ বেশি।


২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি-র এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণই উত্তরপ্রদেশেই ৮০টি সংসদীয় নির্বাচনী কেন্দ্র রয়েছে। তাই বিজেপি-র এই জয় ’২৪-এ কেন্দ্রে গেরুয়া সরকার গড়ার রাস্তা সহজ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।