লখনউ: উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রতিপক্ষ শিবিরগুলি ইতিমধ্যেই তাদের ঘুঁটি সাজাতে শুরু করেছে। কয়েকটি দল ইতিমধ্যেই কিছু আসনে প্রার্থীতালিকাও প্রকাশ করেছে। এরইমধ্যে রাজ্যের বিরোধী দল সমাজবাদী পার্টি শিবির এবার বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ছে। এরইমধ্যে সমাজবাদী পার্টি শিবিরে যোগ দিতে চলেছে আজাদ সমাজ পার্টি। এই দলের সভাপতি চন্দ্রশেখর আজাদ বলেছেন, সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়ে উত্তরপ্রদেশে বিজেপিকে ক্ষমতাচ্যূত করাই তাঁর লক্ষ্য। এদিন সমাজবাদী পার্টি প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করতে সমাজবাদী পার্টির সদর দফতরে পৌঁছেছেন। সমাজবাদী পার্টির সঙ্গে হাত মেলানোর পর চন্দ্রশেখর নিজেও ভোটের ময়দানে নামতে পারেন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, দুই নেতার মধ্যে জোট গঠন ও আসন সমঝোতা নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
সমাজবাদী পার্টি এবারের বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি, এনসিপি, জনবাদী পার্টি (সোশ্যালিস্ট), রাষ্ট্রীয় লোকদল (আরএলডি), অপনা দল (কামেরাওয়াদি), প্রগতিশীল সমাজবাদী পার্টি (লোহিয়া), মহান দল, টিএমসি-র সঙ্গে জোট গড়েছে। উল্লেখ্য, সহারানপুরে দলিত ও সবর্ণদের মধ্যে এক বিবাদের সূত্রে আলোচনার কেন্দ্রে এসেছিলেন চন্দ্রশেখর। এই বিবাদের পর পুলিশ চন্দ্রশেখরকে গ্রেফতার করেছিল। এরপর আদালত তাঁর সাজা ঘোষণা করেছিল।
আজাজ ২০২০-র মাক্টে আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম) গড়েছিলেন। এর আগে ভীম আর্মি নামে এক সংগঠন গড়ে তুলেছিলেন তিনি। আজাদ পার্টির জনভিত্তি মূলত রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশে। গত বছর এপ্রিল-মে মাসে জেলা পঞ্চায়েত নির্বাচনে তাঁর দল কিছু আসনে জয় পেয়েছিল।
চন্দ্রশেখবর দাবি করেছেন, ২০২২-এর নির্বাচনে তাঁদের আজাদ সমাজ পার্টি বড় দল হিসেবে উঠে আসবে। দেশে সবচেয়ে বেশি অত্যাচার হয় দলিতদের ওপর। এজন্য দলিতদের পাশে দাঁড়ানোই তাঁর লক্ষ্য।