লখনউ: নির্বাচনী (UP Polls 2022) প্রচারে বার বার উঠে এসেছে অযোধ্যা (Ayodhya) এবং রামমন্দিরের (Ram Mandir) প্রসঙ্গ। সেই অযোধ্যাকে সঙ্গে নিয়েই রবিবার পঞ্চম দফার ভোটগ্রহণে পা রাখতে চলেছে উত্তরপ্রদেশ। বিধানসভা নির্বাচনের ফলাফল কোন দিকে যাবে, তা বুঝতে পঞ্চম দফার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ রবিবার সেখানকার ১২টি জেলার ৬১টি কেন্দ্রে ভোটগ্রহণ। ভাগ্য নির্ধারণ হবে ৬৯২ প্রার্থীর।
রবিবার অযোধ্যা-সহ অমেঠী, রায়বরেলী, সুলতানপুর, চিত্রকূট,বাহরাইচ, বরাবাঙ্কি, প্রতাপগড় এবং প্রয়াগরাজ এবং গোন্ডার মতো উল্লেখযোগ্য কেন্দ্রগুলিতে ভোট রয়েছে। সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতাও করছেন হেভিওয়েট নেতারা। সেই তালিকায় রয়েছেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য, কংগ্রেসের আরাধনা মিশ্র, প্রভাবশালী নির্দল প্রার্থী রঘুরাজ প্রতাপ সিংহ ওরফে রাজা ভাইয়া, রাজ্যের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ, নন্দগোপাল গুপ্ত নাদি, এবং রাজেন্দ্র প্রতাপ সিংহ ওরফে মোতি সিংহ।
২০১৭ সালে নরেন্দ্র মোদির (Narendra Modi) জনপ্রিয়তার ভর করে উত্তরপ্রদেশে গেরুয়া (BJP) ঝড়ের দাপটে বিরোধীরা উড়ে গেলেও, গত পাঁচ বছরে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারের প্রতি মানুষের বিশ্বাস টলে গিয়েছে বলে মত বিরোধীদের। তার সপক্ষে উন্নাও, হাথরস, ভুয়ো এনকাউন্টার, কোভিড অব্যবস্থা, কৃষকহত্যার মতো তত্ত্ব খাডা় করেছেন তাঁরা।
আরও পড়ুন: UP Polls 2022: ভরা সভায় কান ধরে ওঠবোস, ভুলচুকের জন্য ক্ষমা চেয়ে ভোট প্রার্থনা বিজেপি নেতার
কিন্তু ৩০০-র বেশি আসন নিয়ে রাজ্যে ফের বিজেপি-ই ক্ষমতায় ফিরবে বলে আত্মবিশ্বাসী কেশবপ্রসাদ মৌর্য। তাঁর দাবি, শুরু থেকেই সমাজবাদী পার্টি (Samajwadi Party), বহুজন সমাজ পার্টি এবং কংগ্রেসের থেকে দৌড়ে এগিয়ে রয়েছে বিজেপি। তার প্রভাব পড়বে ভোটবাক্সেও। মানুষের সার্বিক সমর্থনে রাজ্যে ফের পদ্ম ফুটবে।
রবিবার সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে উত্তরপ্রদেশে। শুক্রবারই ছিল প্রচারের শেষ দিন। সেখানে ভোট দেবেন ২ কোটি ২৪ লক্ষ মানুষ।