সোনভদ্র: সামনে মরন-বাঁচন লড়াই। তার আগে ভরা সভায় কান ধরে ওঠবোস। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Polls 2022) প্রচারে এমনই দৃশ্য ধরা পড়ল। গত পাঁচ বছরে যদি কোনও ভুলচুক হয়ে থাকে, তার জন্য সর্বসমক্ষে কান ধরে ওঠবোস করে ক্ষমা চাইতে দেখা গেল বিজেপি বিধায়ককে (BJP MLA does Sit Ups)। 


উত্তরপ্রদেশের পূর্বে সোনভদ্রে নিজের নির্বাচনী কেন্দ্র রবার্টসগঞ্জে সভা করছিলেন বিজেপি বিধায়ক ভূপেশ চৌবে (Bhupesh Chaubey)। কিন্তু সেখানে জনসমাবেশে অসন্তোষ ধরা পড়ে। বিগত পাঁচ বছরে বিজেপি সরকারের প্রতি ক্ষোভও উগরে দিতে দেখা যায় অনেককে, যার মধ্যে সামিলছিলেন স্থানীয় বিজেপি কর্মীরাও। 


তাতে কতটা অনুতপ্ত বোঝাতে মঞ্চে রাখা একটি চেয়ারে উঠে পড়েন ভূপেশ। তার পর কান ধরে একের পর এক ওঠবোস করতে শুরু করেন। জনতার উদ্দেশে ভূপেশ বলেন, ‘‘হাতজোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি।’’ মাথার উপর থেকে হাত সরিয়ে নেবেন না। ২০১৭-র মতোই আশীর্বাদ করুন। 



আরও পড়ুন: Rafale Aircraft in India: রইল বাকি মাত্র ১, ফ্রান্স থেকে এল আরও ৩ রাফাল, তবে পিছু ছাড়ছে না দুর্নীতির অভিযোগ


তবে নেতার এই অনুশোচনা বোধ দেখে সুর নরম করেন জনতাও। ভূপেশের নামে জয়ধ্বনি ওঠে। হাত তুলে সকলে তাঁকে সমর্থন জানান। যদিও এলাকায় তাঁর বিরুদ্ধে মানুষের মধ্যে ক্ষোভ জমা রয়েছে বলে দাবি বিরোধীদের। 


যদিও ঝাড়খণ্ডের প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী তথা বিজেপি বিধায়ক ভানুপ্রতাপ শাহীর কথায়, ‘‘২০১৭-র মতোই ২০২২-এ বিরাট ব্যবধানে জয়ী হবেন ভূপেশ চৌবে।’’ ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ সীমান্তেই অবস্থিত সোনভদ্র। ওই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ভানুপ্রতাপ।