নয়া দিল্লি : উত্তরপ্রদেশে আজ একসঙ্গে ৯টি মেডিক্যাল কলেজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন এই হাসপাতালগুলি আগে হয়নি, সেই প্রশ্ন তুলে মোদি সরকারকে একহাত নিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, "করোনা পরিস্থিতিতে এই হাসপাতালগুলি থাকলে উত্তরপ্রদেশ রক্ষা পেয়ে যেত। গঙ্গায় মৃতদেহের সারি দেখা যেত না।"
সংবাদ সংস্থা ANI-কে তিনি বলেন, "যেহেতু ভোট আসছে, তাই উন্নয়নমূলক কাজের উদ্বোধন শুরু হয়েছে। এই হাসপাতালগুলি আগে থাকলে, উত্তরপ্রদেশের মানুষ করোনা থেকে রক্ষা পেতেন। গঙ্গা নদীতে আমরা শয়ে শয়ে মৃতদেহ দেখেছি। উত্তরপ্রদেশের মানুষ এটাকে ভোটের প্রলোভন ছাড়া আর কিছু মনে করছে না।
আজ উত্তরপ্রদেশের একসঙ্গে ৯টি মেডিক্যাল কলেজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আনন্দীবেন পটেল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এই নয়টি মেডিক্যাল কলেজ উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর, ইটাও, হরদই, প্রতাপগড়, ফতেপুর, দেওরিয়া, গাজিপুর, মির্জাপুর ও জৌনপুরে গড়ে তোলা হয়েছে। এর নয়টির মধ্যে আটটি মেডিক্যাল কলেজের কেন্দ্রীয় তহবিল থেকে এবং একটি রাজ্যের কোষাগার থেকে ব্যয় করে গড়ে তোলা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে পূর্বতন সরকারকে একহাত নেন প্রধানমন্ত্রী। বলেন, একসঙ্গে ৯টি কলেজের উদ্বোধন এর আগে আর কখনও হয়েছে ? তার কারণ ছিল রাজনৈতিক অগ্রাধিকার। আগের সরকার শুধুমাত্র পরিবারের লকার ভরছিল আর নিজেদের জন্য রোজগার করছিল। কিন্তু, আমাদের অগ্রাধিকার, গরিবের টাকা রক্ষা করা এবং তাঁদের সুযোগ সুবিধা দেওয়া। উত্তরপ্রদেশের মানুষ ভুলতে পারবেন না যে, কীভাবে মুখ্যমন্ত্রী না হওয়া সত্ত্বেও যোগীজি সংসদে সেরাজ্যের খারাপ স্বাস্থ্য পরিকাঠামোর কথা তুলে ধরেছিলেন।
তিনি আরও বলেন, এই নয়টি মেডিক্যাল কলেজে আড়াই হাজারের বেশি বেডের ব্যবস্থা করা হয়েছে। যেখানে পাঁচ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। আগের সরকার পূর্বাঞ্চলের মানুষকে রোগে ভোগার জন্য ছেড়ে দিয়ে গিয়েছিল। কিন্তু, এখন এটা উত্তর ভারতের মেডিক্যাল হাবে পরিণত হবে।