Auto Expo 2023: আগামী বছরেই দেশের বাজারে আসতে চলেছে এই গাড়িগুলি। ১৩ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অটো এক্সপো আয়োজিত হতে চলেছে দেশে। ভারতের সবচেয়ে বড় মোটর শো অনুষ্ঠিত হবে গ্রেটার নয়ডায়। প্রতি বছর যারা এই অটো মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, এবার তাদের কৌতূহলের অবসান আসন্ন।  আপনিও আজই জেনে নিন আগামী বছর এই ইভেন্টে কোন নতুন গাড়ি দেখা যাবে। 


Maruti Baleno Cross
ভারতে নতুন ব্রেজা ও গ্র্যান্ড ভিটারার পরে মারুতি এখন এসইউভি আকারে তার নতুন ব্যালেনো আনার প্রস্তুতি নিচ্ছে। অটো এক্সপো 2023-এ কোম্পানি এই নতুন গাড়িটি লঞ্চ করবে। মিডিয়া রিপোর্ট অনুসারে, এই গাড়িটির নাম Baleno Cross হতে পারে, বর্তমানে Maruti এটির কোডনেম YTB দিয়েছে।


Kia Carnival Facelift
কিয়া কার্নিভালের নতুন ফেসলিফ্ট সংস্করণটি অটো এক্সপো 2023-এ উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি এই বিলাসবহুল গাড়িটি দীর্ঘদিন ধরে কিছু বাইরের বাজারে বিক্রি করছে। এটি কিছুদিন আগে আপডেট করা হয়েছে। এই নতুন গাড়িটি কেবল  2.2 লিটার ডিজেল ইঞ্জিন সহ ভারতে আসবে।


Five Door Mahindra Thar 
মহিন্দ্রার এই শক্তিশালী অফ-রোড এসইউভি তিন-দরজার সংস্করণ ইতিমধ্য়েই বাজারে নাম করেছে। এবার  তার পাঁচ-দরজার সংস্করণ আনতে চলেছে কোম্পানি।  এই নতুন গাড়িটি পরীক্ষার সময়ও বেশ কয়েকবার দেখা গেছে। আগামী বছর অটো এক্সপোতে এই নতুন SUV প্রদর্শন করবে Mahindra। বর্তমানে থারেরও বাজারে প্রচুর চাহিদা রয়েছে।


Maruti Suzuki Jimny
মারুতি সুজুকি ভারতে সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি। 2023 অটো এক্সপোতে তার বহু প্রতীক্ষিত পাঁচ-দরজা গাড়ি জিমনি লঞ্চ করবে কোম্পানি৷ মারুতি ইতিমধ্যেই বিশ্ববাজারে গাড়িটির টু-ডোর সংস্করণ বিক্রি করছে। কোম্পানি স্পষ্ট করে দিয়েছে, এই গাড়ির নতুন ভ্যারিয়েন্ট ভারতেও বিক্রি হবে। মারুতির এই আসন্ন এসইউভি মহিন্দ্রা থার ও ফোর্স গুর্খার সঙ্গে প্রতিযোগিতায় নামবে।


এমজির দুই দরজার ইলেকট্রিক গাড়ি
MG Motor India তার অংশীদার কোম্পানি Wullings-এর এয়ার মডেলের উপর ভিত্তি করে একটি নতুন এন্ট্রি-লেভেল ইলেকট্রিক গাড়ি নিয়ে কাজ করছে। রিপোর্ট বলছে, কোম্পানি অটো এক্সপো 2023-এ এই নতুন গাড়িটি লঞ্চ করতে পারে। এই মডেলটি কিছুদিন আগে ইন্দোনেশিয়ায় চালু হয়েছিল। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই নতুন গাড়িতে 20kWh থেকে 25kWh ক্ষমতার ব্যাটারি প্যাক পাওয়া যাবে। যা এক চার্জে 150 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি দিতে সক্ষম হবে।


আরও পড়ুন : Toyota Urban Cruiser Hyryder: নজর কাড়ছে টয়োটা হাইরাইডার, এই কারণে আগ্রহ প্রকাশ করছেন ক্রেতারা


Car loan Information:

Calculate Car Loan EMI