বরাবাঁকি: উত্তরপ্রদেশের বরাবাঁকিতে পথ দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত ২৪ জন। পুলিশ সূত্রে খবর, ডাবল ডেকার বাসে চড়ে পঞ্জাবের আম্বালা থেকে বিহারে যাচ্ছিলেন ১৪০ জন শ্রমিক। রাত ১২টা নাগাদ বরাবাঁকিতে লখনউ-অযোধ্যা জাতীয় সড়কের ওপরে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারে ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজন শ্রমিকের। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়।


এদিকে এই ঘটনার পরই প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটে মৃতদের আত্মার শান্তি কামনা করেন। আর যারা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধামন্ত্রী। এমনকী যারা যারা মারা গিয়েছেন, তাঁদের প্রত্যেক পরিবারকে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ২ কোটি টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। 


যারা যারা আহত হয়েছেন, তাঁদের প্রত্যেক পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। নিজের ট্যুইটারে সেই বিষয় পোস্টও করেন মোদি। এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন। আহতদের যতরকমভাবে চিকিৎসা করানো যায় সে বিষয়ও আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। 


লখনউ জোনের এডিজি সত্যনারায়ণ সবত এই দুর্ঘটনাকে ভীষণ দুঃখজনক বলে জানিয়েছেন। আক্রান্ত ও মৃতদের মধ্যে বেশিরভাগ লোকই বিহারের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদের মধ্যে অনেক রয়েছেন সিতামারহি ও সহর্শ গ্রামেরও বাসিন্দা রয়েছেন। পুলিশের তরফ থেকে আরও বলা হয়েছে যে, পঞ্জাব ও হরিয়ানার অনেকেই তাঁদের বাড়ি থেকে কাজে ফিরছিলেন। কিন্তু এভাবেই প্রাণ হারাতে হল তাঁদের। 


দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে এডিজি আরও বলেন যে, বাসটি যখন চলছিল তখনই বাস ড্রাইভার বাসের যান্ত্রিক গোলযোগ শুরু হওয়ার বিষয়টি বাসের যাত্রীদের জানিয়েছিলেন। কিন্তু মুহূর্তের মধ্য়েই একটি ট্রাক চলে আসে ও ধাক্কা মারে বাসটিকে। এরপরই এই দুর্ঘটনা ঘটে।