নয়াদিল্লি : উত্তরকাশীতে ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৯। পুলিশ সূত্রে খবর, গতকাল আরও ১২টি দেহ উদ্ধার হয়েছে।
নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এর কয়েকজন পর্বতারোহী অভিযানে বেরিয়ে ধসের কবলে পড়েন। তাঁদের মধ্যে ১৯ জনের দেহ উদ্ধার হল। এখনও ১২ জন পর্বতারোহী নিখোঁজ।
উত্তরকাশীতে (Uttar Kashi) তুষারঝড়ে আটকে পড়েন ২৮ জন পর্বতারোহীর একটি দল। উত্তরকাশীতে অবস্থিত নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-এর (Nehru Institute of Mountaineering) ২৮ জন ট্রেনি পর্বতারোহী (Trainee Mountaineers) দুর্ঘটনার কবলে পড়েন। জানা গেছে অভিযাত্রীরা তেলেঙ্গানা, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, আসাম ও হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকের বাসিন্দা। মঙ্গলবার ডোকরানি বামক হিমবাহে অ্যাডভান্স-লেভেল পর্বতারোহণের জন্য ট্রেকিং করতে গিয়ে তুষারঝড়ে (Avalanche) আটকে পড়েন তাঁরা। এরপর উত্তরকাশীতে ধসে মৃত্যুর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে।
তুষারঝড়ের কবলে এখনও আটকে কতজন ?
ইতিমধ্যেই ১৯ জনের মৃত্য হয়েছে বলে খবর। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । এখনও পর্যন্ত ১২টি দেহ উদ্ধার হয়েছে। আধিকারিকদের তরফে বলা হয়েছে, 'ঘটনাস্থলে যাঁরা এখনও আটকে রয়েছেন তাঁদের উদ্ধারের জন্য খোঁজ এবং রেসকিউ অপারেশন চলছে পুরোদমে।' রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি ভারতীয় বিমান বাহিনীর সাহায্যেও উদ্ধারকার্য চলছে।
আবহাওয়ার পূর্বাভাস
উত্তরাখণ্ডের আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে ৮ অক্টোবর পর্যন্ত উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে । কুমায়ুন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে গাড়োয়াল পাহাড়ে।
তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ থেকে প্রথমে হেলিকপ্টার কাজে নেমেও বন্ধ করে দেয়। আবহাওয়া খুবই খারাপ ছিল এলাকায়। শুক্রবার থেকে ফের উদ্ধারকার্য শুরু হবে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।
আগের দিন, জম্মু ও কাশ্মীরের গুলমার্গে অবস্থিত হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল থেকে ১৪সদস্যের একটি দল উদ্ধার অভিযানে যোগ দিয়েছে, স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (SEOC) এর সঙ্গে।