দেরাদুন : চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা উত্তরাখণ্ড সরকারের। আগামীকাল, ৯ ডিসেম্বর থেকে শোকপালন করা হবে। 


উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্যসচিব অভিনব কুমার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানিয়েছেন, আজ তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও সশস্ত্র বাহিনীর অন্যদের মৃত্যুতে উত্তরাখণ্ডে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 


আজ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত(Chief of Defence Staff General Bipin Rawat)। কপ্টারে থাকা বাকি ১২ জনেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। তামিলনাড়ুর কুন্নুরে জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী-ও। গন্তব্য থেকে মাত্র পাঁচ মিনিটের আগের ব্যবধানেই ভেঙে পড়ে কপ্টারটি।


কোয়েম্বাত্তুরের(Coimbatore) সুলুরে সেনাঘাঁটি থেকে ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ সার্ভিসেস কলেজের উদ্দেশে রওনা দিয়েছিল Mi-17V-5 হেলিকপ্টারটি। তার পরেই দুর্ঘটনার কবলে পড়ে। মনে করা হচ্ছে, কুয়াশার কারণে অল্প দৃশ্যমানতা ছিল। তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও আইএএফ-এর তরফে ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার ভিডিওতেও জ্বলন্ত চপারের মারাত্মক ক্ষয়ক্ষতির ছবি উঠে এসেছে। তবে, জনবহুল এলাকা থেকে অল্প দূরত্বে হেলিকপ্টারটি ভেঙে পড়ায় আরও বড় দুর্ঘটনা এড়ানো গেছে।


পাঁচ ক্রু মেম্বার-সহ বাকিদের নিয়ে রওনা দিয়েছিল কপ্টারটি। বায়ুসেনার  Mi-17V-5 হেলিকপ্টার ১১টা ৪৫ মিনিট নাগাদ ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজের উদ্দেশে রওনা দেয়  । বেলা ১২টা ২০ মিনিট নাগাদ কাট্টেরি এলাকার নানচাপা ছতরাম এলাকায় কপ্টারটি ভেঙে পড়ে। সুলুর বায়ুসেনা স্টেশন থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব ৯৪ কিলোমিটার।


প্রসঙ্গত, জেনারেল রাওয়াত সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুল এবং জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি, খড়কওয়াসলার প্রাক্তন ছাত্র ছিলেন। ১৯৭৮ সালের ডিসেম্বরে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে ইলেভেন গোর্খা রাইফেলসের পঞ্চম ব্যাটেলিয়নে নিযুক্ত হন। তিনি মর্যাদাপূর্ণ "Sword of Honour" প্রাপক ছিলেন।