কলকাতা: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়িতে পিষে ও গুলিতে কৃষক সহ ৮ জনের নিহত হওয়ার ঘটনার কড়া নিন্দা করে গতকাল ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লিখেছেন, লখিমপুর খেরিতে বর্বর ঘটনার কড়া নিন্দা করছি। কৃষক ভাইদের প্রতি বিজেপির বিরূপ মনোভাবে আমি ব্যথিত। ... কৃষকদের প্রতি সব সময় নিঃশর্ত সমর্থন থাকবে।
উত্তরপ্রদেশের লখিমপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি। রাস্তায় রাস্তায় পুলিশের ব্যারিকেড। ইতিমধ্যে লখিমপুরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। গোটা এলাকায় বিচ্ছিন্ন ইন্টারনেট। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, আশিস মিশ্রর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। তাঁর বিরুদ্ধে খুনের মতো গুরুতর ধারা দেওয়া হয়েছে।
পুলিশের তরফে ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে ৮ জনের নিহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে। বিএসপি প্রধান মায়াবতী লখিমপুর খেরির ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।
তবে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের লখিমপুরে যেতে দিচ্ছে না যোগী সরকার। অবস্থা এমনই যে, উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষকে বলেছেন, সেখানে যেন কংগ্রেস শাসিত ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং পাঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রণধাওয়ার বিমান নামতে না দেওয়া হয়।
উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষক সহ ৮ জনকে গাড়িতে পিষে ও গুলি চালিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। বিক্ষোভরত কৃষকরা এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে! অভিযোগ, মন্ত্রীপুত্রের দলবলই কৃষকদের ওপর গাড়ি চালিয়ে হামলা করেছে।
পাল্টা কৃষক বিক্ষোভে অংশগ্রহণকারীদের একাংশের বিরুদ্ধে তাদের দলের ৩ কর্মী ও এক চালককে হত্যার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অন্যদিকে, উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে যাওয়ার পথে প্রিয়ঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি কংগ্রেসের। প্রিয়ঙ্কার অভিযোগ, কোনও ওয়ারেন্ট ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: Post Poll Violence: হাইকোর্টে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের রিপোর্ট জমা দিল সিবিআই