পালঘর(মহারাষ্ট্র): মহারাষ্ট্রের কোভিড হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৩ জন রোগীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করল প্রধানমন্ত্রীর দফতর। একইসঙ্গে নিহতদের নিকটাত্মীয় ও আহতদের আর্থিক ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে পিএমও থেকে। 


ভোর সাড়ে তিনটে নাগাদ মহারাষ্ট্রের পালঘর জেলার পশ্চিম বিরারে বিজয় বল্লভ হাসপাতালের আইসিই-তে আগুন লাগে। ১৭ করোনা আক্রান্তর সেখানে চিকিৎসা চলছিল। 


আহত রোগীদের দ্রুত অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। চার তলার এই হাসপাতালের দুই তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।


এদিন পিএমও থেকে ট্যুইটে এই ঘটনার দুঃখপ্রকাশ করে বলা হয়, বিরারে কোভিড-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। মৃতদের পরিবারকে সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন। 


শোকপ্রকাশের পাশাপাশি, ক্ষতিপূরণের ঘোষণাও করা হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে। বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


পিএমও-র পাশাপাশি, ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি ট্যুইটারে লেখেন, মহারাষ্ট্রের পালঘরে কোভিড হাসপাতালের অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় মর্মাহত। পরিবারগুলিকে সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্যলাভের জন্য প্রার্থনা। 


বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ট্যুইটে লেখেন, বিরারের হাসপাতালে আগুন লেগে রোগীমৃত্যুর খবর শুনে দুঃখ পেলাম। যাঁরা মারা গিয়েছেন, ঈশ্বর তাঁদের আত্মার শান্তি ও তাঁদের পরিবারকে এই কঠিন সময় শক্তি প্রদান করুন। একইসঙ্গে, আহতদের দ্রুত সুস্থ কামনাও করেন তিনি। 


উল্লেখ্য, দুদিন আগেই মহারাষ্ট্রে নাসিকে একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে  বেঘোরে প্রাণ হারিয়েছিল ১৪ জন রোগী। ট্যাঙ্কারে অক্সিজেন লিক হওয়ায় ভেন্টিলেটর বেডে থাকা রোগীরা অক্সিজেনের অভাবে প্রাণ হারান। ওই সময় ওই হাসপাতালে ১৫০ জন রোগীর অক্সিজেন বেডে ও অন্যান্য রোগীদের ভেন্টিলেটর বেডে চিকিৎসা চলছিল।


সেই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই মহারাষ্ট্রের আর এক হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ১৩ কোভিড আক্রান্ত।


মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।