নয়া দিল্লি : রাখে হরি তো মারে কে ! বরাত জোরে প্রাণে বাঁচলেন এক যুবতী। মেট্রো স্টেশনের (Metro Station) ৪০ ফুট উঁচু দেওয়াল থেকে ঝাঁপ মারার পরেও প্রাণে বাঁচলেন এক তরুণী। সৌজন্যে সিআইএসএফ (CISF) ও উপস্থিত আরও কয়েকজন।


সিআইএসএফের তথ্য অনুযায়ী, ওই যুবতী পাঞ্জাবের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে অক্ষরধাম মেট্রো স্টেশনের বর্ধিত প্ল্যাটফর্মের ৪০ ফুট উঁচু দেওয়ালে চড়ে বসেন। সকালে সাড়ে সাতটা নাগাদ তাঁকে ২ নম্বর প্ল্যাটফর্মের উঁচুতে উঠে দাঁড়িয়ে থাকতে দেখেন কয়েকজন যাত্রী। সেই সময় বিষয়টি জানতে পেরে সিআইএসএফ কর্মী সেখানে যান। তাঁকে বুঝিয়ে নীচে নামানোর চেষ্টা করেন।



এক সিনিয়র সিআইএসএফ আধিকারিক জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে একটা দলে নীচে পৌঁছে যায়। যাতে ওই যুবতীকে ধরা যায়। 


কিন্তু, সব চেষ্টা ব্যর্থ করে, ২০ থেকে ২২ বছর বয়সী ওই যুবতী সঙ্গে সঙ্গে ঝাঁপ মেরে দেন। সিআইএসএফ কর্মী ও অন্যদের বাড়িয়ে দেওয়া ব্ল্যাঙ্কেটে তাঁকে ধরে নেওয়া হয়। সিআইএসএফের এক মুখপাত্র জানান, জোরে পড়ার দরুণ, ওই যুবতী চোট পান। কিন্তু, তাঁকে প্রাণে বাঁচানো গেছে। তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।


প্রসঙ্গত, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) রাজধানী এলাকায় চলমান রেল নেটওয়ার্ককে সন্ত্রাসবিরোধী কভার দিয়ে থাকে। 


এদিকে এই ঘটনার ভিডিও সামনে আসার পর সঙ্গে সঙ্গে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের প্রতিক্রিয়ায় ছয়লাপ হয়ে যায়। অনেকে সিআইএসএফের এই উদ্যোগকে সাধুবাদ জানান।