শ্রীনগর : লস্কর ই তৈবার চার জঙ্গিকে খতম করল ভারতীয় নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার চলে। তাতেই চার জঙ্গিকে নিকেশ করে বাহিনী। এদিকে ঘটনাস্থলে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় দুই সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে। 


শোপিয়ানের (Shopian) জৈনপোড়া এলাকার বদিগামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে আজ খবর পায় নিরাপত্তাবাহিনী। তার ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী। সেই সময়ই জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। যার পাল্টা জবাব দেয় বাহিনী। এই গুলি বিনিময় চলাকালীন চার জঙ্গি নিকেশ হয়। এমনই খবর পাওয়া যাচ্ছে। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানান, এই জঙ্গিরা নিষিদ্ধ সংগঠন লস্কর ই তৈবার সদস্য ছিল। 


এর পাশাপাশি ট্যুইটারে আইজিপি লেখেন, আজকের এনকাউন্টারে যে জঙ্গিদের খতম করা হয়েছে তারা শোপিয়ান ও পুলওয়ামার সংলগ্ন এলাকায় সক্রিয় ছিল। তারা ৬টি জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিল। পুলওয়ামার এজাজ সহ তাদের সঙ্গীদের খোঁজ চলছে। তাদেরও শীঘ্রই নিকেশ করা হবে।


আরও পড়ুন ; ভয়ঙ্কর গুলির লড়াই শ্রীনগরে, এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি


এদিকে এনকাউন্টার স্থলে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় দুই সেনাকর্মীর মৃত্যু হয়েছে। আরও দুই জন আহত হয়েছেন।


আইজিপি বলেন, ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের একটি দল সুমো গাড়িতে করে বদিগামের ঘটনাস্থলের দিকে যাচ্ছিল। ছৌগামের কাছে তাঁদের গাড়িটি উল্টে যায়। যার জেরে দুই জনের মৃত্যু এবং দুই জন আহত হয়েছেন।


দিনকয়েক আগেই কয়েক ঘণ্টার লড়াই শেষে ২ জঙ্গি নিকেশ হয় (terrorists gunned down)। এনকাউন্টারের (encounter) সময় ৩ সেনা (army) জওয়ানের আহত হওয়ারও খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে এক জওয়ান শহিদ হন। কাশ্মীর জোনের ইনপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, শ্রীনগর (Srinagar) শহরে এনকাউন্টারে নিকেশ করা হয়েছে দুই জঙ্গিকে। যে দু'জন জঙ্গিকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে একজন কিছুদিন আগে কাশ্মীরে সিআরপিএফ জওয়ানদের (CRPF Personal) ওপর হওয়া হামলার সঙ্গে জড়িত ছিল। গত ৪ এপ্রিল মাইসুমা এলাকায় যে হামলা চালিয়েছিল জঙ্গিরা।