আমদাবাদ : কেউ প্রাণ বাঁচাতে ব্রিজের কেবল ধরে ঝুলছেন, কেউ ঝুলছেন ব্রিজের ভাঙা অংশ ধরে। ছটপুজোর ( Chhath Puja 2022 )  সন্ধেয় মুহূর্তে আনন্দ বদলে গেল আতঙ্কে, বিপর্যয়ে। হইহই করে এগিয়ে চলা মানুষগুলো মুহূর্তে চলে গেল মৃত্যুর গহ্বরে। 


গুজরাতের ( Gujrat ) মোরবি দুর্ঘটনার ভয়ঙ্করতার ছবি, ধরা পড়ে সিসিটিভিতে। সেই ফুটেজ সামনে আসতে দেখা গেল ভয়ঙ্কর সেই মুহূর্তের ( Morbi Bridge Collapse )  ছবি। ব্রিজের উপর বহু মানুষের ভিড়। হইহই, চইচই ! কেউ আবার সেতুর উপর লাফালাফি করছেন। কেউ ব্যস্ত ছবি তুলতে। ছটের সন্ধেয় বহু মানুষের ভিড়ে ছিড়ে পড়ল ব্রিজ। তারপরের দৃশ্যটা আরও ভয়াবহ।  


সাঁতরে পাড়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন অনেকে, চারিদিকে আর্তনাদ!  ছটপুজোর সন্ধ্যায় গুজরাতের মোরবিতে ভয়ঙ্কর ব্রিজ-বিপর্যয়ের ছবি দেখলে ছ্যাঁৎ করে উঠবে বুক !  


 




অভিযোগ উঠেছে, মেরামতির পর বিনা ফিটনেস সার্টিফিকেটেই সেতুর উদ্বোধন করে দেওয়া হয়। এই ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেতু বিপর্যয়ের পর অভিযোগ উঠেছে, বেশি মুনাফার জন্য বহনক্ষমতার থেকে অনেক বেশি পর্যটককে টিকিট বিক্রি করা হয়।  অভিযোগ, ১৫ টাকার টিকিট ব্ল্যাকে ১৭ টাকায় বিক্রি করা হয় এদিন।   একসঙ্গে বহু মানুষ উঠে পড়েন ব্রিজে। চলতে থাকে উল্লাস। বেশ কিছুজনকে ব্রিজের উপর লাফালাফি করতেও দেখা যায় সিসিটিভি ফুটেজে। তারপরই ঘটে যায় বিপর্যয় !


প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পটেল ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন মোদি। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ৫ সদস্যের কমিটি গড়েছে গুজরাত সরকার। গুজরাতে ভোটের আগে এই সেতু বিপর্যয় ঘিরে রাজনীতির পারদও চড়ছে। গুজরাত সরকারের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে আম আদমি পার্টি।  


মোরবি সেতু বিপর্যয়ের পরে, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার। রবিবার রাতেই ঘটনাস্থলে যান গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। বিপর্যয়ের পরপরই প্রধানমন্ত্রী ট্যুইট করেন, মোরবিতে যে বিপর্যয় ঘটেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল-সহ অন্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। পুরোদমে চলছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্তদের সাহায্যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।