নয়াদিল্লি: তাপমাত্রার পারদ গত কয়েক দিন ধরেই ঊর্ধ্বমুখী। তার উপর বৃষ্টির (Rainfall) প্রকোপ। দুইয়ের জেরে বাংলা থেকে শীত যায় যায় অবস্থা। কিন্তু উত্তর ভারতে পরিস্থিতি একেবারে বিপরীত। উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় ভারী তুষারপাত (Snowfall) চলছে। তা নিয়ে সতর্ক করল ভারতীয় মৌসম ভবনও (India Meteorological Department/IMD)।


পশ্চিমী ঝঞ্ঝার জেরে এ রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। এরই পাশাপাশি উত্তরভারতে শুরু হয়েছে তুষারপাত। বরফে ঢেকে গেছে সিমলার রাস্তা-ঘাট। তুষারপাত চলছে মুসৌরি এবং উত্তরকাশীতেও। এই মরসুমে এর আগেও বেশ কয়েকবার তুষারপাত হয়েছে উত্তর ভারতে।


শুক্রবার সকালে নতুন করে তুষারপাত হয়েছে হিমাচলপ্রদেশের সিমলায়। পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে ঝাকু হিল এলাকার রাস্তাঘাট এবং গাছপালা। চইল, সোলানেও ভারী তুষারপাত হয়েছে। প্রায় পাঁচ ইঞ্চি পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে একাধিক এলাকা।



আরও পড়ুন: Punjab Polls 2022: ভোটের আগে ইডি-র হানা, বেআইনি বালি খাদান মামলায় গ্রেফতার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নির ভাইপো


আইএমডি-র তরফে ইতিমধ্যেই তুষারপাত নিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। চাম্বা, স্পীতি, কুলু-সহ উঁচু এলাকাগুলিতে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তুষারপাত হয়েছে উত্তরাখণ্ডের মুসৌরি এবং নৈনিতালেও। সেখানকার মল রোড এবং সংলগ্ন এলাকা বরফের চাদরে ঢাকা পড়ে গিয়েছে। আইএমডি-র তরফে শুক্র এবং শনিবার অরুণাচলপ্রদেশেও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তুষারপাত হয়েছে জম্মু-কাশ্মীরেও।


এ ছাড়াও পশ্চিম অসম, মেঘালয়ে মাঝারি থেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে আগামী দু'দিন ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আইএমডি।