অমৃতসর: বিধানসভা নির্বাচনে (Punjab Polls 2022) বাকি দু’সপ্তাহ। তার আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজি সিংহ চান্নির (Charanjit Singh Channi) পরিবারে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate/ED)-এর। বেআইনি বালি খাদান মামলায় তাঁর ভাইপো ভূপিন্দর সিংহ হানিকে গ্রেফতার করলেন তদন্তকারীরা।  


বেআইনি বালি খাদান মামলায় বৃহস্পতিবার হানিকে ডেকে পাঠান তদন্তকারীরা। সেই মতো জলন্ধরে ইডি-র দফতরে হাজির হন অভিযুক্ত। সেখানে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। কিন্তু হানির বয়ানে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারীরা। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার মোহালী কোর্টে তোলা হবে তাঁকে।


গ্রেফতারির আগে সম্প্রতি হানি এবং তাঁর সহযোগীদের বাড়িতে তল্লাশি অভিযানও চালান তদন্তকারীরা। তাতে নগদে ১০ কোটি টাকা, ১২ লক্ষের রোলেক্স ঘড়ি, ২১ লক্ষের সোনা এবং রূপো উদ্ধার হয় বলে জানা যায়। এর মধ্যে লুধিয়ানায় হানির বাড়ি থেকেই মেলে নগদ আট টোকি টাকা। তাঁর সহযোগী সন্দীপের বাড়ি থেকে দু’কোটি টাকা উদ্ধার হয়।


আরও পড়ুন: Owaisi Vehicle Attacked: উত্তরপ্রদেশে আসাদউদ্দিন ওয়েইসির গাড়িতে গুলির হামলা


২০১৮ সালে এই বালি খাদান নিয়ে মামলা দায়ের হয়।  তার পর তাতে হানির নাম উঠে আসে। এ বার তাঁকে গ্রেফতার করা হল। সূত্রের খবর, গ্রেফতার হওয়ার পর অসুস্থ বোধ করেন হানি। জলন্ধর সিভিল হাসপাতালে তাঁর পরীক্ষা করানো হয়। কিন্তু সেখানে তাঁকে ফিট সার্টিফিকেট ধরান চিকিৎসকেরা। যদিও ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারীদের নামিয়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার বিরোধীদের বিপাকে ফেলতে চাইছে বলে অভিযোগ উঠে আসছে।


পাঞ্জাবে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে এই মুহূর্তে টানাপোড়েন চলছে কংগ্রেসে। চান্নি বনাম নভজ্যোত সিংহ সিধু, বিভাজন স্পষ্ট প্রদেশ কংগ্রেসেও। আগামী ৬ ফেব্রুয়ারি সেখানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করবে কংগ্রেস। তার আগে ভাইপোর গ্রেফতারিতে চান্নির অস্বস্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।