সন্দীপ সরকার, কলকাতা : রাজ্যে বুধবার থেকে শুরু হচ্ছে না ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, ১২ থেকে ১৪ বছর বয়সিদের কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য আরও ২-৩ দিন সময় লাগবে।


সূত্রের খবর, গত মাসেই ৩১ লক্ষ কর্বেভ্যাক্স রাজ্যে পাঠিয়েছে কেন্দ্র। বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে সেই ভ্যাকসিন জেলায় জেলায় বণ্টনও হয়ে গিয়েছে। তারপরেও রাজ্যে আজ থেকে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু করা গেল না। অন্যদিকে, রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতেও আজ ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হচ্ছে না। কারণ হায়দরাবাদের বায়োলজিক্যাল-ই সংস্থা থেকে কত দামে কিনতে হবে, সেই সংক্রান্ত কোনও নির্দেশনামা না থাকায়, ভ্যাকসিন কেনা যায়নি বলে বেসরকারি হাসপাতালগুলি জানিয়েছে।


গোটা দেশে শুরু হল ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ। কেন্দ্রের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, ১২ থেকে ১৪ বছর বয়সিদের কেবল কোর্বেভ্যাক্সের টিকাই দেওয়া হবে। ২০১০-এর ১৫ মার্চের আগে যারা জন্মেছে, তারা করোনা টিকা নিতে পারবে। এই পর্যায়ে ভ্যাকসিন পাবে প্রায় ৮৫ কোটি কিশোর-কিশোরী। 


কেন্দ্রের নয়া নির্দেশিকা অনুযায়ী, বুধবার থেকে ষাটোর্ধ্বদেরও প্রিকশন টিকাকরণ শুরু হবে। এবার থেকে কো-মর্ডিবিটি নেই, ষাটোর্ধব এমন ব্যক্তিরাও করোনা টিকার প্রিকশন ডোজ নিতে পারবেন। দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস বা ৩৯ সপ্তাহ পর এই ডোজ নেওয়া যাবে।


ভারতের করোনা আপডেট : 
দেশে করোনার গ্রাফের ওঠানামা চলছেই। গতকালের তুলনায় বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৭৬ জন। 
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৬৮।