Maggi Nescafe Hike Prices: দেশে মুদ্রাস্ফীতির জের ! 'অসময়ে' বাড়ছে দৈনিক ব্যবহৃত জিনিসের দাম। যার মধ্যে নেসলে (Nestle) ছাড়াও রয়েছে হিন্দুস্তান ইউনিলিভারের (HUL) বহু পণ্য। নিত্যদিন এই জিনিসগুলি ব্যবহার করলে বাড়বে আপনার সাংসারিক খরচ।
Price Hike: সম্প্রতি চা, কফি, দুধ ও নুডুলসের মতো পণ্যের দাম বাড়ানোর ঘোষণা করেছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL)ও নেসলে । ১৪ মার্চ ব্রু কফি পাউডারের দাম ৩ থেকে ৭ শতাংশ বাড়ানো হয়েছে। ব্রু গোল্ড কফির পাউডার তিন-চার শতাংশ ও ব্রু ইনস্ট্যান্ট কফি পাউচের দাম ৩ থেকে ৬.৬৬ শতাংশ বেড়েছে। পিছিয়ে থাকেনি তাজমহল চা। এই চায়ের দাম বেড়েছে ৩.৭ থেকে ৫.৮ শতাংশ।
ব্রুক বন্ডের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম ১.৫ থেকে ১৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পণ্যের দাম বৃদ্ধির ঘোষণা করে HUL জানিয়েছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণেই পণ্যের দাম বাড়াতে বাধ্য হল কোম্পানি। হালের পাশাপাশি নেসলে ইন্ডিয়াও তাদের পণ্যের দাম বাড়ানোর ঘোষণা করেছে। যার মধ্যে সবার আগে রয়েছে ম্যাগি নুডলসের দাম।
Nestle Price hike: বর্তমানে এই নুডলসের দাম ৯ থেকে ১৬ শতাংশ বাড়ানো হয়েছে। সেই সঙ্গে দুধ ও কফি পাউডারের দামও বাড়ানোর ঘোষণা করেছে কোম্পানি। দাম বাড়ার পর এখন ৭০ গ্রাম ম্যাগি মশলা নুডলসের দাম ১২ টাকা থেকে বেড়ে ১৪ টাকা হয়েছে। একই সঙ্গে ম্যাগি মশলা নুডলস ১৪০ গ্রামের দাম বেড়েছে ৩ টাকা বা ১২.৫ শতাংশ। এছাড়াও এর ৫৬০ গ্রাম প্যাকের দাম ৯.৪ শতাংশ বেড়েছে। অর্থাৎ এখন আপনাকে এর জন্য ৯৬ টাকার পরিবর্তে ১০৫ টাকা দিতে হবে।
Nestle Milk Price Hike: তবে এই প্রথম নয়। কদিন আগেই নেসলে দুধের ১ লিটার কার্টনের দাম ৪ শতাংশ বাড়িয়েছে। এখন আপনাকে এর জন্য ৩ টাকা বেশি দাম দিয়ে মোট ৭৮ টাকায় দুধ নিতে হবে। নেসক্যাফে ক্লাসিক কফি পাউডারের দামও তিন থেকে সাত শতাংশ বাড়ানো হয়েছে। যেখানে নেসক্যাফে ক্লাসিক ২৫ গ্রাম প্যাকের দাম ২.৫ শতাংশ বেড়ে ৭৮ টাকা থেকে ৮০ টাকা হয়েছে। সেই সঙ্গে নেসক্যাফে ক্লাসিকের দাম ৫০ গ্রাম প্যাকও ১৪৫টাকা থেকে ১৫০ টাকা করা হয়েছে। যার অর্থ এর দাম বেড়েছে ৩.৪ শতাংশ।
Price Hike: মুদ্রাস্ফীতির চাপ
অর্থনীতিবিদরা বলছেন. অনিশ্চিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে বর্তমানে ভোজ্য তেলের দাম বেড়েছে। কাঁচামালের দাম বৃদ্ধির ফলে গৃহস্থের বাজেট আরও ক্ষতিগ্রস্ত হবে। যা ইতিমধ্যেই ব্যাপক মুদ্রাস্ফীতির হার দেখেছে। কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) এর উপর ভিত্তি করে ভারতের মুদ্রাস্ফীতির হার 2022-এ ৬.০১ শতাংশে পৌঁছে গিয়েছে। যা গত সাত মাসের সর্বোচ্চ। প্রধানত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কমফোর্ট জোন বলতে চার থেকে ছয় শতাংশকে ধরা হয়। এবার সেই সীমা অতিক্রম করেছে মুদ্রাস্ফীতি।।