বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও প্রকাশ সিন্হা, কলকাতা: দিল্লিতে (Delhi) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন এক কংগ্রেস (Congress) নেতা ও এক প্রাক্তন কংগ্রেস সাংসদ। তিনদিনের এই দিল্লি সফরে সনিয়া গাঁধী (Sonia Gandhi) সঙ্গে দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ নিয়ে প্রশ্নের মুখে, কার্যত বিরক্তিও প্রকাশ করেন তিনি। এসব নিয়ে ঝাঁঝাঁল আক্রমণ শানিয়েছে কংগ্রেস (Congress)।


তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর, দ্বিতীয়বার দিল্লি সফর (Delhi)। চারমাসের মধ্যে দ্বিতীয়বার নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তিনদিন দিল্লিতে (Delhi) থাকলেও, এবার আর কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর (Sonia Gandhi)  সঙ্গে দেখা করেলেন না তৃণমূলনেত্রী (TMC) ।


চার মাস আগে সনিয়া-রাহুলের (Rahul Gandhi) সঙ্গে দেখা করার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি সামনে এলেও এবার আর তা হল না। উল্টে দিল্লিতে থাকাকালীনই কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও আরেক কংগ্রেস নেতাকে দলে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করার প্রশ্নে কার্যত ঝাঁঝালো সুর শোনা গেল তাঁর গলায়।


গতবার দিল্লি সফরে সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করে বিজেপি বিরোধী জোট ঐক্যবদ্ধ করার ওপর বারবার জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু, তারপর হঠাৎই পরিস্থিতি অন্যদিকে ঘুরতে শুরু করে। ইডির জিজ্ঞাসাবাদের দিন কংগ্রেসকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


এর পর কংগ্রেস সম্পর্কে লাগাতার সুর চড়াতে শুরু করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গোয়া থেকে উত্তরপ্রদেশ (Uttarpradesh), হরিয়ানা (Hariyana), বিভিন্ন রাজ্যের প্রাক্তন ও বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের দলে টানতে শুরু করে তৃণমূল (TMC)। এই প্রেক্ষাপটেই দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 


কিন্তু, সনিয়া গাঁধীর সঙ্গে কোনও সাক্ষাৎ করলেন না। আর এ নিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করতেই কার্যত বিরক্তি প্রকাশ করলেন তৃণমূল নেত্রী (TMC)। মমতা - কেন দেখা করা বাধ্যতামূলক? সাংবিধানে বলা আছে দেখা করতে হবে? কেন দেখা করব? আমি সবাইকে খুশি করতে পারব না?


দিল্লিতে(Delhi) সনিয়া গাঁধীর সঙ্গে দেখা না করলেও, তাৎপর্যপূর্ণভাবে। ১ ডিসেম্বর মুম্বই সফরে গিয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


লাগাতার কংগ্রেস ভাঙিয়ে আদতে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত শক্ত করতে চাইছেন। যাতে CBI-ED তৃণমূলের বিরুদ্ধে কেলেঙ্কারির মামলাগুলো নিয়ে নড়াচড়া না করে। লাগাতার এই দাবিতে সরব অধীর চৌধুরী, তাঁর সুর আরও চড়িয়েছেন। আদতে রাজনীতির লড়াইয়ে কে কার বিরুদ্ধে? কে কার পাশে? রাজনৈতিক মহলে এখন এই সব প্রশ্নই ঘুরপাক যাচ্ছে।