নয়াদিল্লি: আগামী ২৫ মার্চ বিকেল চারটেয় উত্তরপ্রদেশের(Uttar Pradseh) মুখ্যমন্ত্রী পদে শপথ (Oath) গ্রহণ করবেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।সরকারি সূত্র উল্লেখ করে এ খবর জানিয়েছে সংবাদসংস্থা। আধিকারিকদের সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের অনুষ্ঠান হতে পারে একানা স্টেডিয়ামে। সংবাদসংস্থার খবর অনুযায়ী, জমকালো এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারে প্রচুর দর্শক। 


সূত্রের খবর, বিজেপি শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকা তৈরি করেছে। আমন্ত্রিতদের তালিকায় থাকতে পারেন সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকরা। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারে নতুন শব্দবন্ধ তৈরি হয়েছিল-‘লাভার্থী’। উত্তরপ্রদেশে বিজেপির ক্ষমতায় প্রত্যাবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সরকারি প্রকল্পগুলির সুবিধা প্রাপকরা। 


সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে স্টেডিয়ামে প্রায় ২০০ জন ভিভিআইপি থাকবেন । আমন্ত্রিতদের তালিকায় শীর্ষ স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী  রাজনাথ সিংহ, অমিত শাহ ও বিজেপির অন্যান্য শীর্ষনেতৃবৃন্দ অনুষ্ঠানে থাকবেন। থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা, বিরোধী দলগুলির নেতৃবৃদ্ধ সহ বিশিষ্ট ব্যক্তিরা। 


শপথ গ্রহণের অনুষ্ঠানের প্রস্তুতির দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, সৌন্দর্য ও জাঁকজমকের দিক থেকে এই অনুষ্ঠান হবে অতুলনীয়। 
উল্লেখ্য, এবার গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৭ মার্চ পর্যন্ত সাত দফায় উত্তরপ্রদেশ বিধানসভার ভোটগ্রহণ করা হয়। ভোটে বিজেপি ও তার শরিকদলগুলির ফের রাজ্যের ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটেছে। 


২০১৭-র বিধানসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ৩১২ আসন। শরিকদের সঙ্গে মিলিয়ে তাদের আসন সংখ্যা ছিল ৩২৫। এবার বিজেপির শক্তি কিছুটা কমেছে। বিজেপি একা পেয়েছে ২৫৫ আসন। শরিকগুলিকে নিয়ে মোট আসন সংখ্যা ২৭৩। উত্তরপ্রদেশ বিধানসভায় মোট আসন সংখ্যা ৪০৩।  অন্যদিকে, বিরোধী সমাজবাদী পার্টির আসন সংখ্যা কিছুটা বেড়েছে। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি। কংগ্রেসের ফলও চূড়ান্ত হতাশাজনক হয়েছে। সবমিলিয়ে বিরোধী শিবিরকে বিপর্যস্ত করে বিধানসভা নির্বাচনে ফের জয়ী হয়েছে বিজেপি।