কলকাতা: বলিউডে আত্মহত্যার অভিশাপ আছে। প্রবাদপ্রতিম অভিনেতা-পরিচালক গুরু দত্ত, দক্ষিণী তারকা সিল্ক স্মিতা, অভিনেত্রী জিয়া খান থেকে হালের সুশান্ত সিংহ রাজপুত- আকাশছোঁয়া আকাঙ্খার সঙ্গে তাল মেলাতে না পেরে হারিয়ে গিয়েছেন অনেকেই।


গুরু দত্ত। আসল নাম ছিল বসন্তকুমার শিবশঙ্কর পাড়ুকোন।  মারা যান ১৯৬৪-র ১০ অক্টোবর, মাত্র ৩৯ বছর বয়সে। তার আগে তিনি করে ফেলেছেন কাগজ কা ফুল, বাজি, পিয়াসার মত ক্লাসিক ছবি। তৎকালীন বম্বের পেডার রোডের ভাড়া করা ফ্ল্যাটের বিছানা থেকে তাঁর দেহ উদ্ধার হয়।  শোনা যায়, ঘুমের ওষুধের সঙ্গে অ্যালকোহল মিশিয়ে খেয়ে ফেলেছিলেন তিনি। তাঁর মৃত্যু আত্মহত্যা  না দুর্ঘটনাজনিত মৃত্যু জানা যায় না।

তামিল ছবির আবেদনময়ী অভিনেত্রী ছিলেন সিল্ক স্মিতা। আসল নাম বিজয়লক্ষ্মী। ১৯৯৬ সালে মাত্র ৩৩ বছর বয়সে তিনি আত্মহত্যা করেন। তার আগে ২০০-র বেশি ছবিতে অভিনয় করা হয়ে গিয়েছে তাঁর। অত্যন্ত চাহিদা থাকা এই অভিনেত্রী গলা পর্যন্ত ডুবে ছিলেন বিতর্কে। ২০১১-য় মুক্তি পাওয়া দ্য ডার্টি পিকচার ছবিতে বিদ্যা বালান তাঁকে অমর করে দিয়েছেন।

১৯৯৭-এ মিস ইন্ডিয়া হন ভিডিও জকি এবং মডেল নাফিসা জোসেফ। মাত্র ২৫ বছর বয়সে ২০০৪ সালে মুম্বইয়ের ভারসোভার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

২০০৬-এ আত্মহত্যা করেন নাফিসার ঘনিষ্ঠ বন্ধু ও ছোট পর্দার অভিনেত্রী কুলজিত রণধাওয়া। হিপ হিপ হুররে হাই স্কুল ড্রামায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়া কাজ করেন সাসপেন্স থ্রিলার কোহিনূর ও ক্রাইম থ্রিলার ড্রামা স্পেশাল স্কোয়াড-এ। জুহুতে নিজের এক কামরার ফ্ল্যাটে তিনি গলায় দড়ি দেন। বয়স হয়েছিল ২৫।

কুণাল সিংহকে দেখা যায় ১৯৯৯-এ তামিল রোমান্স কাধালার ধীনম-এ সোনালি বেন্দ্রের বিপরীতে।২০০৮-এ ৩০ বছর বয়সে মুম্বইয়ের ফ্ল্যাটের সিলিং ফ্যান থেকে ঝুলে পড়েন তিনি।

জিয়া খানকে সর্বাধিক পরিচিতি দেয় অমিতাভ বচ্চনের সঙ্গে নিঃশব্দ। এরপর তিনি কাজ করেন গজনি ছবিতে আমির খানের সঙ্গে। ২০১৩-র ৩ জুন মুম্বইয়ের বাসভবনে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। বয়স হয়েছিল ২৫। জিয়ার মা রাবেয়া মেয়ের মৃত্যুর জন্য দায়ী করেন আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলিকে।

গত বছর আত্মহত্যা করেছেন ছোট পর্দার পরিচিত মুখ কুশল পাঞ্জাবি। কাল ও লক্ষ্য-র মত ছবিতে কাজ করা কুশলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার ফ্ল্যাট থেকে। বয়স হয়েছিল ৪২।