ইন্দৌর: সারা দেশে যখন করোনা প্রকোপ বেড়েই চলেছে, তখন আশার আলো দেখাচ্ছে ইন্দৌর। গত ২৪ ঘণ্টায় সেখানে ১০৫৮ জনের করোনা-পরীক্ষা হয়। তার মধ্যে মাত্র ৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ মোট পরীক্ষার নিরিখে সংক্রমণের হার ০.৫৬ শতাংশ।
২৪ মার্চ থেকে দেখলে, এরকম আশাব্যাঞ্জক পরিস্থিতি আগে কখনও দেখা যায়নি। মার্চের শেষ সপ্তাহে ইন্দৌরে প্রথম ৪ জনের শরীরে ভাইরাসের হদিশ মেলে। কিন্তু ১ জুন থেকে দেখা যাচ্ছে, ইন্দৌরে ক্রমে কমছে সংক্রমণের হার। গত ২ সপ্তাহে ৫৩০ জনের কোভিড-১৯ ধরা পড়ে। লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে শহরে করোনা পরীক্ষার হার বাড়ানো হয়।
গত সপ্তাহেও করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার হার ছিল ৩ শতাংশ। রবিবারই তা হঠাৎ করে এত কমে আসে।
ইন্দৌর কি তাহলে সারা দেশকে করোনা-লড়াইয়ে দিশা দেখাবে? আশায় বিশেষজ্ঞরা।
১ দিনে ১০৫৮ জনের করোনা-পরীক্ষা, পজিটিভ মাত্র ৬, আশার আলো দেখাচ্ছে ইন্দৌর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jun 2020 10:28 AM (IST)
২৪ মার্চ থেকে দেখলে, এরকম আশাব্যাঞ্জক পরিস্থিতি আগে কখনও দেখা যায়নি। মার্চের শেষ সপ্তাহেই ইন্দৌরে প্রথম ৪ জনের শরীরে ভাইরাসের হদিশ মেলে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -