ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের সহধর্মিণীর নীতি নির্দেশক করা হল ভারতীয় বংশোদ্ভূত মালা এডিগাকে। শুক্রবার তাঁকে নিয়োগ করেছেন জো বাইডেন।


আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনের পলিসি ডিরেক্টর বা নীতি নির্দেশকের দায়িত্ব পাওয়া মালা এডিগা এর আগেও বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। জো বাইডেন এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিসের ভোট-প্রচারে এডিগা ছিলেন অন্যতম পরামর্শদাতা। বাইডেন ফাউন্ডেশনের হায়ার এডুকেশন অ্যান্ড মিলিটারি ফ্যামিলিস বিভাগের অধিকর্তা ছিলেন ইন্দো-আমেরিকান এই নারী। ডেমোক্র্যাটদের অন্দরে অবশ্য আগেই প্রবেশ করে ফেলেছেন মালা এডিগা। ২০০৮ সাল বারাক ওবামা নির্বাচনী প্রচার পরিচালনার অংশ ছিলেন তিনি। গ্রিননেল কলেজের গ্র্যাজুয়েট আইন নিয়ে পড়াশোনা শেষ করে, একটি ল ফার্মে কাজ করতেন ইন্দো-আমেরিকান এডিগা। ২০০৮ সাল বারাক ওবামার ভোট ক্যাম্পের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে পর্যন্ত শিকাগোর ওই ল ফার্ম ছিল মালা এডিগার কর্মস্থল। ওবামা আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর ওবামা প্রশাসনে সহযোগী অ্যাটর্নি জেনারেলের পরামর্শদাতা হিসাবে শুরু করেছিলেন।এ ছাড়াও আর ও বেশকিছু বিষয়ের দায়িত্বভার সামলেছেন তিনি। বারাক ওবামার আমলে সরকারের শিক্ষাগত কর্মসূচির বিভিন্ন দিক, মহিলা সংক্রান্ত নীতির বিষয়গুলি, মানবাধিকারের মতো বিষয়গুলি দেখভালের দায়িত্ব ছিল তাঁর উপরে।


শুক্রবার মালা এডিগা ছাড়াও হোয়াইট হাউসে তাঁর ক্যাবিনেটের তিন গুরুত্বপূর্ণ পদে নাম ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। এরপর তিনি বলেন, ’’ আমার টিমের বাকি সদস্যের নাম ঘোষণা করে আমি গর্বিত। এখনকার এই পরিস্থিতিতে আমেরিকার তাদের মতো ব্যক্তির প্রয়োজন। এই কঠিন সময় কাটিয়ে ওঠার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ নেওয়া প্রয়োজন তাঁদের সেই অভিজ্ঞতা রয়েছে। তাঁরা আমেরিকা বাসীর হয়ে কাজ করবেন। আরও ন্যায়বিচার, ন্যায়সঙ্গত এবং সংহত দেশ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।‘‘