নয়াদিল্লি: মাত্র তিন মাসে ৭৬ জন নাবালক নাবালিকাকে উদ্ধার করেছেন দিল্লি পুলিশের হেড কনস্টেবল সীমা ঢাকা। এই ৭৬ জনের মধ্যে ৫৬ জনের বয়স ১৪ বছরের নীচে। এদের মধ্যে ২ জন পশ্চিমবঙ্গের।

সীমা উত্তর পশ্চিম দিল্লির সময়পুর বদলি থানায় কর্মরত। তিনিই দিল্লি পুলিশের প্রথম কর্মী, যাঁর সময়ের আগেই পদোন্নতি হল। পশ্চিমবঙ্গের ২ জন ছাড়াও তিনি উদ্ধার করেছেন পঞ্জাবের হোসিয়ারপুরের ২ জন ও গুরুগ্রাম, গাজিয়াবাদ, নয়ডা, পানিপথ ও বিহারের নিখোঁজ নাবালকদের। দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব বলেছেন, সীমার লড়াকু মনোভাব এতগুলো পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিল।




নিখোঁজ ছেলেমেয়েদের সন্ধানে একটি নতুন ইনসেনটিভ স্কিম ঘোষণা করেছে দিল্লি পুলিশ। তাতে বলা হয়েছে, যদি কোনও কনস্টেবল বা হেড কনস্টেবল ১২ মাসের মধ্যে ৫০ বা তার বেশি ১৪ বছরের কমবয়সী নিখোঁজ ছেলেমেয়ের সন্ধান পান, তবে তাঁর নাম সময়ের আগেই পদোন্নতির জন্য বিবেচিত হবে। সেইমত ১২ মাসে সীমার ৫০ জন নিখোঁজ নাবালককে উদ্ধারের কথা ছিল, তা তিনি করে দেখিয়েছেন মাত্র আড়াই মাসে, তাও ৫০ নয়, ৭৬!

নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত কৈলাস সত্যার্থীও স্যালুট জানিয়েছেন এই অফিসারকে।