দেশের সেবা করতে যাচ্ছিলেন পথে দেশের মানুষের কাছ থেকেই জুটল মার ! যে মানুষগুলোর জন্য রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে গোটা দেশ, সেই মানুষগুলোকে প্রকাশ্য রাস্তায় লাঞ্ছনার শিকার হতে হল। উত্তর প্রদেশের মেরঠে একটি টোল বুথে বেদম মারা হল এক জওয়ানকে। 

ঘটনাটি কী            

কপিল কাভাদ নামের ওই জওয়ান ভারতীয় সেনাবাহিনীর রাজপুত রেজিমেন্টে কর্মরত। ছুটি নিয়ে তিনি বাড়ি গিয়েছিলেন । এরপর শ্রীনগর ফিরে যাচ্ছিলেন কাজে যোগ দিতে।  বিমান ধরার উদ্দেশে দিল্লি বিমানবন্দরে যাচ্ছিলেন। পুলিশ সূত্রের খবর, কপিল এবং তার তুতো ভাই একটি টোল বুথের জ্যামে আটকে পড়েন। এদিকে সময় পেরিয়ে যাচ্ছিল। আরেকটু দেরি হলে মিস হয়ে যেত ফ্লাই। তাই তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন। কপিল গাড়ি থেকে নেমে টোল বুথের কর্মীদের সঙ্গে কথা বলতে যান। কিন্তু কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অভিযোগ,বিবাদ এমন জায়গায় পৌঁছায় ওই টোল বুথের কর্মীরা ওই সেনা জওয়ানকে একটি স্তম্ভে বেঁধে মারধর শুরু করে। সেখানে উপস্থিত অনেকেই ঘটনাটি ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেন। সেখানে দেখা যায়, টোল বুথের চার কর্মী এক জওয়ানকে মারধর করছে । বিষয়টি পুলিশের নজরে আসতে  ওই চার জনকে গ্রেফতার করা হয়। 

কী ছিল ভিডিও-তে ভিডিতে প্রথমে কথা-কাটাকাটির ছবি ধরা পড়ে। দেখা যায়, চার - পাঁচ  জন টোল বুথ কর্মচারী কপিল এবং তার ভাইকে মারধর শুরু করে। হামলার একটি ভিডিওতে দেখা যায়, তারা কপিলকে লাঠি দিয়ে মারধর করছে। তার পর দেখা যায় , কয়েকজন কপিলকে একটি খুঁটিতে বেঁধে ফেলে, তার হাত পিছনে বেঁধে দেয়।  একজন গালিগালাজ করতে থাকে। জওয়ানকে মারধর করা হয়।

পুলিশ কী জানাচ্ছে 

পুলিশ সুপার (গ্রামীণ) রাকেশ কুমার মিশ্র  জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে  মামলা রুজু করা হয়েছে। কপিল ভারতীয় সেনাবাহিনীতে আছেন। তিনি কাজে ফিরছিলেন। ভুনি টোল বুথে দীর্ঘ লাইন ছিল। তাই তিনি তাড়াহুড়ো করছিলেন । তিনি টোল বুথ কর্মীদের সঙ্গে কথা বলেন। তর্ক শুরু হয় এবং টোল বুথ কর্মীরা তাঁকে মারধর করে। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে, সরুরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। সিসিটিভি ফুটেজ এবং ভিডিও স্ক্যান করার পর চার জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য তদন্ত চলছে।