নয়াদিল্লি: বিশ্বব্যাপী সামরিক বাহিনীর মধ্যে বিপুল জনপ্রিয় "সুইস ছোরা"-র দেশীয় সংস্করণ তৈরি করেছে ভারত। শীঘ্রই তা ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ও অফিসারদের হাতে দেখা যাবে। এই ছোরায় থাকবে ডেটোনেটর ক্রিম্পার, একটা ওয়্যার কাটার, একটি বটল ওপেনার এবং একটি ব্লেড যা ক্লোজ কমব্যাট বা হাতাহাতি লড়াইয়ের সময় কাজে লাগবে।


পদাতিক বাহিনীর সরঞ্জাম হিসেবে শীঘ্রই এই বিশেষ ছোরা কিনতে চলেছে সেনা। এই মাল্টি-পারপোজ (একাধিক ব্যবহার) যুক্ত এই ছোরা কিনতে খোলা বরাত ডাকতে চলেছে সেনা। সেনা সূত্রে খবর, এই ছোরা মাইনাস ২০ ডিগ্রি থেকে শুরু করে ৫০ ডিগ্রি পর্যন্ত সমানভাবে কার্যকর হবে।


সেনার প্রয়োজন অনুযায়ী, ছোরাটির কিছু বিশেষ গুণাগুণ থাকতে হবে। যেমন, তাতে ইউনিভার্সাল ডেটোনেটর ক্রিম্পার সমেত একটি লম্বা 'নোজ প্লায়ার' থাকতে হবে। যার মাধ্যমে ১৪ মিমি নাটবল্টু পর্যন্ত লাগানো বা সরানো যেতে পারে এবং ডেটোনেটারকে নিরস্ত্র করা সম্ভব হয়।


এছাড়া, এই ছোরা এমন হবে যা দিয়ে সহজেই ১২ গেজের ধাতব তার ও ১২ থেকে ২৪ গেজের বৈদ্যুতিন তার সহজেই কাটা যায়। ছোরার ডগা এমন হবে যা স্ক্রু লাগাতে বা সরাতে সক্ষম হয়।


এর পাশাপাশি, ছোরাতে থাকতে হবে একটি কাঠ বা বোন-শ (করাত)। যার মাধ্যমে সহজে ২৫ মিলি পুরু তক্তা, ১০ মিলি পুরু প্লাস্টিক, ২৬ গেজের অ্যালুমিনিয়াম ও ২২ গেজের ধাতব টিউব কাটা যায়।


এখানেই শেষ নয়। ছোরাতে থাকতে হবে একটি পৃথক ক্যান ও বোতল ওপেনার। যার মাধ্যমে ব্যবহারকারী ক্যান-জাত খাবার বা সোডা বোতল খুলতে পারেন। প্রত্যেকটি জিনিসকে যাতে আলাদা আলাদা ভাবে খোলা যায় তা নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় কথা, ব্যবহারকারীর যাতে কোনওপ্রকার ক্ষতি বা আঘাত না লাগে, তার জন্য এগুলির অটোমেটিক লকিং ব্যবস্থা রাখতে হবে।


ছোরার রং কী হবে, তাও স্পষ্ট করে দিয়েছে ভারতীয় সেনা। জানানো হয়েছে, সেটি কালো বা সামরিক সবুজ বা ক্যামাফ্লেজ(ছদ্ম-আস্তরণ) হতে হবে। ছোরা যাতে বেল্টের সঙ্গে আটকানো যায়, তার জন্য টেকসই খাপ ও লুপ থাকতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ছোরার রক্ষণাবেক্ষণ যাতে অতি সহজেই করা যায়, তাও মাথায় রাখতে হবে।