কলকাতা: বঙ্গোপসাগরে জাহাজডুবি। কলকাতা থেকে পোর্টব্লেয়ার যাওয়ার সময় সাগর দ্বীপের কাছেই ডুবে গেল একটি বাণিজ্যিক জাহাজ। রবিবার রাতের এই ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আকাশ এবং সমুদ্র- দুই জায়গা থেকেই উদ্ধারের কাজ শুরু করা হয়। রবিবার রাতেই উত্তাল সাগরে ডুবন্ত জাহাজ থেকে ১১ জনকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী।


ANI-সূত্রের খবর, উপকূলরক্ষী বাহিনীর সরং এবং অমোঘ-এই দুটি জাহাজ এবং একটি ডর্নিয়ার বিমান উদ্ধারকাজ চালিয়েছিল। বিক্ষুব্ধ সাগরের মধ্যেই সাফল্যের সঙ্গে উদ্ধারকাজ চলেছে।


ANI সূত্রের খবর, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে। বাণিজ্যিক জাহাজ ITT Puma সাগর দ্বীপ (Sagar Island) থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণে ডুবে যায়। ওই জাহাজটি কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার যাচ্ছিল। ICG - X হ্যান্ডেলে জানিয়েছে, 'ভারতীয় উপকূলরক্ষী বাহিনী একটি রাত্রিকালীন অপারেশন চালিয়েছে। তল্লাশি অভিযানের মাধ্যমে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার  MV ITT Puma সাগর দ্বীপের ৯০ নটিক্যাল মাইল দক্ষিণে ডুবে যায়।'


 






এর আগেও একাধিকবার নানা সময় সমুদ্রের বুকে উদ্ধারকাজ চালিয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। ২৪ অগাস্ট উপকূলরক্ষী বাহিনীর ডর্নিয়ার বিমান দেখে একটি জাহাজ ইঞ্জিন বিকল হয়ে ক্রমশ পথ থেকে দূরে সরে যাচ্ছে। দিউ-এর ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ২৪ অগাস্ট সন্ধের ঘটনা। খবর পাঠানো হয় পিপাভাভ-এ উপকূলরক্ষী বাহিনীর মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সাব সেন্টারে। তারপরেই উদ্ধারকাজ চালিয়ে ৯ জনকে উদ্ধার করা হয়।


 






আরও পড়ুন- ভারতে আসছে ভিভো 'টি' সিরিজের আরও একটি নতুন ফোন, এবার কোন মডেল? 



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।