Vivo Phones: ভিভো টি৩ প্রো ৫জি ফোন (Vivo T3 Pro 5G) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামীকাল অর্থাৎ ২৭ অগস্ট দুপুর ১২টায় এই ফোন দেশে লঞ্চ হবে। অন্যদিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে (BIS Certification Site) ভিভোর আরও একটি ফোনের নাম দেখা গিয়েছে। সেই মডেলের নাম ভিভো টি৩ আলট্রা (Vivo T3 Ultra)। অর্থাৎ এই ফোনও দেশে লঞ্চ হবে। আর যেহেতু বিআইএস ওয়েবসাইটে ভিভোর এই ফোনের (Vivo Phones) নাম দেখা গিয়েছে অতএব বোঝাই যাচ্ছে যে ভিভো টি৩ আলট্রা ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। এর পাশাপাশি ভিভো টি৩ আলট্রা ফোনের ডিজাইন কেমন হবে, কী কী ফিচার থাকতে পারে তার আভাসও পাওয়া যায়নি এখনও। আগামীদিনে ভিভো টি৩ প্রো ৫জি ফোনের ডিজাইন এবং ফিচার প্রকাশ্যে আসবে বলে অনুমান করা হচ্ছে।
ভিভো টি৩ প্রো ৫জি ফোন
এই ফোন ভারতে লঞ্চ হবে ২৭ অগস্ট দুপুর ১২টায়। লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ভিভো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এই ফোনের ব্যাক প্যানেলে ভেগান লেদার ফিনিশ থাকবে বলে জানা গিয়েছে। প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে ভিভো টি৩ প্রো ৫জি ফোন কমলা রঙে ভারতে লঞ্চ হতে চলেছে। ভিভো টি২ প্রো ৫জি যা গতবছর অর্থাৎ ২০২৩ সালে লঞ্চ হয়েছিল তারই সাকসেসর মডেল হিসেবে ভিভো টি৩ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা গিয়েছে, ভিভো- র আসন্ন ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট থাকতে পারে। এছাড়াও দেখে যেতে পারে থ্রিডি কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯এস প্রো ফোন। এরই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩ প্রো ৫জি ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না ফোন। প্রকাশ্যে আসা ছবিতে ঝলক মিলেছে যে ভিভো টি৩ প্রো ৫জি ফোন স্যান্ডস্টোন অরেঞ্জ রঙে লঞ্চ হতে চলেছে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজের বার্তা দেখা যাবে টেক্সটের মাধ্যমে, চালু নতুন ফিচার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।