নয়াদিল্লি: করোনাভাইরাসের জেরে গোটা বিশ্বের অর্থনীতি ৫.২ শতাংশে নেমে যাবে বলে আশঙ্কা করছে বিশ্ব ব্যাঙ্ক। একইভাবে এ দেশের বৃদ্ধিও কমে হতে পারে ৫ শতাংশ।


এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস বলেছে, চলতি আর্থিক বছরে ভারতীয় অর্থনীতি ৫ শতাংশে নেমে যাবে, জিডিপির ১.২ শতাংশ ফিসকাল স্টিমুলাস বৃদ্ধিতে বিশেষ সাহায্য করতে পারবে না।  বাড়তে থাকা বাজারগুলি সম্পর্কে এসঅ্যান্ডপি একটি রিপোর্ট বার করেছে, নাম ফিনান্সিয়াল কন্ডিশনস রিফ্লেক্ট অপটিমিজম, লকডাউন ফ্যাটিগ ইমার্জেস। তাতে তারা বলেছে, মূলত পরিষেবাগত ক্ষেত্রগুলি করোনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলিই বেশি সংখ্যক মানুষকে চাকরি দেয়। কিন্তু এবার এ সব ক্ষেত্রে বহু মানুষ কাজ হারিয়েছেন।

পরিযায়ী শ্রমিকরা তাঁদের কর্মক্ষেত্র ছেড়ে চলে গিয়েছেন, গোটা প্রক্রিয়া আগের জায়গায় আনতে সময় লাগবে।  সাপ্লাই চেনও ঠিকমত কাজ করবে না। জানিয়েছে রিপোর্ট।

তবে এই অর্থ বর্ষে ৫ শতাংশে নেমে গেলেও ২০২১-২২ অর্থ বর্ষে বৃদ্ধি ৮.৫ শতাংশ হবে, বলেছে বিশ্ব ব্যাঙ্ক। আবার ২০২২-২৩-এ বৃদ্ধি কমে ৬.৫ শতাংশ হবে বলে তাদের ধারণা।  ২০১৯-২০-তে ভারতের আর্থিক বৃদ্ধি ১১ বছরে সর্বনিম্ন ৪.২ শতাংশে নেমে যায়। রেটিং এজেন্সি ফিচ ও ক্রিসিল বলেছে, আর্থিক বৃদ্ধি এবার ৫ শতাংশ হবে। আবার মুডিজ বলেছে, বৃদ্ধি গত বছরের থেকেও কমে হবে ৪ শতাংশ। উন্নত দেশগুলির অর্থনীতিও এ বছর ৭ শতাংশ কমবে বলে মনে করছে বিশ্ব ব্যাঙ্ক। উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে অর্থনীতি কমবে আড়াই শতাংশ।