ছতরপুর: প্রশিক্ষণ চলাকালীন ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। রানওয়ে থেকে কার্যত ছিটকে গেল বিমান। এর পর ঘাসের উপর হোঁচট খেতে খেতে বেশ খানিকদূর পিছলে যায় বিমানটি। এই ঘটনায় একটুর জন্য রক্ষা পেয়েছেন পাইলট। যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতিতে অবতরণ করানো হয় বিমানটিকে। ফলে আগে থেকেই লোকজন উপস্থিত ছিলেন বিমানবন্দরে। ফলে মারাত্মক কোনও অঘটন ঘটেনি। (Plane Skids off Runway)

মঙ্গলবার মধ্যপ্রদেশের খাজুরাহো বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ইন্ডিয়ান ফ্লাইং অ্যাকাডেমির। দুর্ঘটনার সময় বিমানে দু'জন সওয়ার ছিলেন, এক পাইলট এবং এক ট্রেনার। প্রশিক্ষণ চলাকালীন মাঝ আকাশেই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, উড়ানের সময়ই কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বিমানটিতে। ফলে মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে এক দিকে হেলে যায় বিমানটি। সেই অবস্থায় জরুরি অবতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। (Khajuraho Airport)

জরুরি ভিত্তিতে বিমানটিকে রানওয়েতে অবতরণ করানো হচ্ছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে আগেই খবর পৌঁছে যায়। বিমানবন্দরের আধিকারিকদের কাছেও সেই খবর পৌঁছে গিয়েছিল। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেই মতো প্রস্তুত ছিলেন সকলে। কিন্তু রানওয়ে স্পর্শ করলে দেখা যায় বিমানের ডানদিকের একটি চাকা আটকে গিয়েছে। কোনও ভাবেই রানওয়ের উপর গড়াচ্ছে না সেটি। কিছু বুঝে ওঠার আগেই বিমানটি রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায়। 

এর পর রানওয়ের পাশের ঘাসজমিতে গিয়ে পড়ে বিমানটি। তার উপর দিয়ে হোঁচট খেতে খেতে বেশ কিছু দূর এগিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে বিমানটিকে ঘাসজমির উপর কার্যত ঘষটাতে ঘষটাতে এগিয়ে যেতে দেখা যায়। এই দুর্ঘটনার জেরে বিমানটিকর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু অংশ খুলে পড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সঙ্গে সঙ্গে নীচে মোতায়েন কর্মীরা ছুটে যান বিমানটির দিকে। বিমানের মধ্যে থেকে পাইলট এবং ট্রেনারকে নিরাপদে বের করা গিয়েছে বলে জানা যাচ্ছে।

ফ্লাইং অ্যাকাডেমিকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। CISF-ও এদিন দুর্ঘটনাস্থলে পৌঁছয়। প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ এমন বিপদ ঘটল কেন, তার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। তবে একটু এদিক ওদিক হলেও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে মত অনেকের। ঘাসজমিতে বিমানটিকে পর্যবেক্ষণ করতে দেখা যায় আধিকারিকদের। বিমানটিকে সেখান থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।