বাংলাদেশে সহপাঠীকে খুন করে আত্মহত্যার চেষ্টা ভারতীয় ডাক্তারি ছাত্রের
Web Desk, ABP Ananda | 16 Jul 2017 12:00 AM (IST)
চট্টগ্রাম: বাংলাদেশের চট্টগ্রামে এক সহপাঠীকে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন অপর এক ভারতীয় এমবিবিএস ছাত্র। মৃতের নাম আতিফ শেখ (২৫)। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের ছাত্র ছিলেন। তাঁকে খুন করার অভিযোগ উইনসন মইসনামের (২৩) বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, এক তরুণী সহ মণিপুরের চার পড়ুয়া একটি আবাসনে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, আতিফের সঙ্গে কোনও কারণে উইনসনের বচসা শুরু হয়। অনিচ্ছাকৃতভাবে একটি ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে আতিফকে আঘাত করেন উইনসন। এরপর তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে ওই আবাসনের অন্যান্যরা ছুটে এসে উইনসনকে ধরে ফেলেন। আতিফকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আতিফের দেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন ছিল। উইনসন হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক।