নয়াদিল্লি: প্রশিক্ষণ চলাকালীন আরব সাগরের উপর ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার বিমান। বৃহস্পতিবার বিকেলে ভেঙে পড়ে নৌবাহিনীর মিগ-২৯কে যুদ্ধবিমান। দুর্ঘটনায় নিহত এক বিমানচালক। খোঁজ মেলেনি তাঁর সঙ্গীরা।


শুক্রবার সংবাদসংস্থা এএনআই জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ উড়ানে প্রশিক্ষণ শুরু হয়। সেই সময় আরবসাগরের উপরে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে বিমানের এক চালকের। দুর্ঘটনার পরই তল্লাশি শুরু হয়। কিন্তু নিহত চালকের সঙ্গী পাইলটের খোঁজ পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে নৌবাহিনী।


 বিবৃতি দিয়ে নৌবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে একটি মিগ-২৯কে বিমান সমুদ্রে ভেঙে পড়েছে। সম্প্রতি মালাবার উপকূলে চতুর্দেশীয় নৌ-মহড়াতেও এই বিমানটি অংশগ্রহণ করেছিল।


এই নিয়ে গত দু বছরে ৪ বার মিগ ২৯-কের দুর্ঘটনার কবলে পড়ল। গত বছর নভেম্বরে গোয়ার ডাবোলিমে রুটিন প্রশিক্ষণ চলাকালীন মিগ-২৯কে ভেঙে পড়েছিল। গত ফেব্রুয়ারি মাসে গোয়ায় ফের একই ঘটনা ঘটে। তবে এই দুই ক্ষেত্রেই পাইলটদের কোনও ক্ষতি হয়নি। তার আগে ২০১৮ সালে মিগ-২৯কে রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। প্রাণে বেঁচে যান পাইলট।