কলকাতা: মন্ত্রিত্ব ছেড়েছেন ঠিকই, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু দলের প্রাথমিক সদস্যপদ ছাড়েননি এখনও, হয়তো বোঝানো যাবে। শুভেন্দু অধিকারীকে দলে রাখার ব্যাপারে আশা ছাড়তে রাজি নন তৃণমূল সাংসদ সৌগত রায়। এবিপি আনন্দের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় জানালেন এ কথা।


সৌগতকে তৃণমূল দায়িত্ব দিয়েছিল শুভেন্দুর সঙ্গে আলোচনা চালাতে। ২ রাউন্ড কথাবার্তা হয়েছে তাঁদের। আলোচনায় সৌগতর মনে হয়েছে, এখনও শুভেন্দুকে দলে রাখার আশা আছে। বর্ষীয়াণ সাংসদ বলেছেন, শুভেন্দু এখনও বিধায়ক পদ ছাড়েননি, প্রাথমিক সদস্যপদও ছাড়েননি। যতক্ষণ এই পরিস্থিতি চলছে , ততক্ষণ আশা আছে। তিনি তাঁকে তৃণমূলে রাখার চেষ্টা চালিয়ে যাবেন, সেটাই দলের নির্দেশ। ২ বার বৈঠক করেছেন, শুভেন্দুর কথা তাঁর ইতিবাচক লেগেছে। প্রয়োজনে আরও কথা বলতে রাজি আছেন তিনি। বলেছেন সৌগত।

সৌগতর কথায়, শুভেন্দু আগেও বলেছেন, তিনি দল ছাড়বেন না। মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে সৌগত দুঃখ পেয়েছেন, তবে এটা চূড়ান্ত কিছু নয় বলেই তাঁর ধারণা। শুভেন্দু যদি দল ছাড়েন সেটাই চূড়ান্ত হবে, তখন আর তিনি তাঁর সঙ্গে কথা চালাবেন না, দল ব্যবস্থা নেবে। তাঁর ক্ষমতা অনুযায়ী যত দূর সম্ভব, তত দূর পর্যন্ত তিনি তাঁকে দলে রাখার চেষ্টা করবেন। বে শুভেন্দু কী করবেন, দলে থাকবেন কিনা, তা তিনি জানেন না। দেখা যাক।