লন্ডন:  আজ থেকে ব্রিটেনে করোনা টিকাকরণ শুরু। টিকা প্রাপকদের তালিকায় প্রথমে যাঁরা রয়েছেন, তাঁদের অন্যতম  ভারতীয় বংশোদ্ভূত হরি শুক্ল। প্রথমে শোনা গিয়েছিল শুধু ব্রিটেনেই নয়, বিশ্বের টিকাপ্রাপকদের তালিকায় তিনি হতে পারেন ’ ফার্স্ট বয়‘। কিন্তু পরে জানা যায়, ৯০ বছর বয়সি এক বৃদ্ধাকে আজ সবার আগে টিকা দেওয়া হয়েছে ব্রিটেন। অর্থাত তিনি হলেন ফার্স্ট গার্ল। যদিও এই কর্মসূচির অংশীদার হতে পেরে, গর্বিত বলে জানিয়েছেন হরি শুক্ল। গত সপ্তাহেই ফাইজার-বায়োএনটেক জুটির টিকাকে ছাড়পত্র দিয়েছিল ব্রিটেনের বরিস জনসন সরকার। টিকা প্রাপকদের কীভাবে ভাগ করা হবে তার একটি তালিকাও তৈরি করেছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ। প্রথম ধাপে টিকা পেতে চলেছেন স্বাস্থ্যকর্মী ও বৃদ্ধশ্রমের বাসিন্দারা। সে ক্ষেত্রে নাম উঠে এসেছে উত্তর পূর্ব ইংল্যান্ডের টাইন অ্যান্ড ওয়্যারের বাসিন্দা ৮৭ বছরের হরি শুক্লর। স্থানীয় সময় মঙ্গলবার নিউ কাসলের হাসপাতালে তাঁকে টিকা দেওয়া হবে। টিকাকরণের প্রথম পর্বে তাঁর নাম থাকায় রীতিমতো খুশি তিনি। শুক্ল জানিয়েছেন এক বছর ধরে অতিমারীর সঙ্গে লড়াই করছে বিশ্ব। টিকাকরণ শুরু হওয়ার মাধ্যমে সেই পর্বের অবসান হতে চলেছে ভেবে ভালো লাগছে। টেলিফোন পাওয়ার মধ্যে আমি রীতিমতো উত্তেজিত হয়ে পড়ি। প্রথম করোনা টিকা প্রাপক হলেও তিনি একেবারেই ভীত নন। বরং সামনের দিকে তাকাতে তিনি পছন্দ করেন বলে জানিয়েছেন। প্রথম সপ্তাহের মধ্যে আট লক্ষ ডোজ পাওয়া যাবে বলে আশা করছে ব্রিটেন। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, আজকের দিনটি ব্রিটেনের কাছে করোনভাইরাস বিরুদ্ধে লড়াইয়ের এক বিশাল পদক্ষেপ। আমরা  দেশ জুড়ে প্রথম রোগীদের প্রতিষেধক সরবরাহ শুরু করি। ’’যে সব বিজ্ঞানীরা এই টিকা তৈরি করেছেন, যে সব সেচ্ছাসেবক পরীক্ষামূলক প্রয়োগ পর্বের অংশীদার হয়েছেন এবং নিরলসভাবে কাজ করে যারা এই তালিকা তৈরি করেছেন তাঁদের জন্য আমি গর্বিত।‘‘ তবে দেশে সকলের জন্য টিকার বন্দোবস্ত করতে যে আরও খানিকটা সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সামনেই শীতকাল। উৎসবের মরশুম। ফলে সে সব দিকে খেয়াল রেখে বরিস জনসনের বার্তা সকলে লকডাউনের নিয়ম বিধি মেনে চলুন ।