নয়াদিল্লি: গোটা দুনিয়ায় করোনাভাইরাস সংক্রমণ হু হু করে ছড়ানোর জন্য দায়ী কে, বাসে-ট্রামে আলোচনা শোনা যাচ্ছে প্রায়ই। চিনের ইউহানে প্রথম থাবা বসিয়েছিল বলে অনেকেরই অভিমত, এজন্য দায়ী শি জিনপিংয়ের দেশই। চিনকে নিশানা করে জাতবিদ্বেষগন্ধী মন্তব্যও শোনা যাচ্ছে। বিহারের মুজফফরনগরের আদালতে শি-র বিরুদ্ধে চক্রান্ত করে করোনাভাইরাস ছড়ানোর অভিযোগও দায়ের হয়েছে। এমনকী চিনের দিকে আঙুল ওঠার মাশুল দিতে হল এক ভারতীয় বংশোদ্ভূত ইহুদিকে! ইজরায়েলের তিবেরিয়াস শহরে আম-সালেম সিংসন নামে ২৮ বছরের যুবককে ‘চিনা’, ‘করোনা’, ‘করোনা’ বলে চিত্কার করে ডেকে মারধরের অভিযোগ উঠল দুজনের বিরুদ্ধে। ছেলেটি ভারতের উত্তরপূর্বের দুই রাজ্য মনিপুর, মিজোরামের একটি ইহুদি গোষ্ঠীর। বুকে আঘাত নিয়ে তিনি পোরিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন বলে চ্যানেল ১৩-র খবর।
ইজরায়েলি টিভি চ্যানেলটি জানিয়েছে, ছেলেটির দেওয়া বর্ণনার ভিত্তিতে দুই সন্দেহভাজন হামলাকারীর খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী না থাকায় পুলিশকে ওই এলাকার নিরাপত্তা সংক্রান্ত সিসিটিভ ফুটেজের সাহায্য নিতে হচ্ছে।
তিনি চিনা নন, করোনাভাইরাসে আক্রান্তও হননি বলে হামলাকারীদের বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি। এমনই পুলিশকে জানিয়েছেন সিংসন।
তিনি মালট এলাকার বাসিন্দা, তিন বছর আগে তাঁর পরিবার ভারত থেকে ইজরায়েল পাড়ি দেয় বলে ইজরায়েলি টিভি চ্যানেলটি তাদের প্রতিবেদনে জানিয়েছে।
ইজরায়েলে সিংসনদের মতো ইহুদি সম্প্রদায়ের ভারত থেকে অভিবাসন নিয়ে কাজ করা সংস্থা সাভেই ইজরায়েল-এর প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান মাইকেল ফ্রয়েন্ডকে উদ্ধৃত করে চ্যানেলটি বলেছে, আমরা তিবেরিয়াসে জাতবিদ্বেষী, ঘৃণ্য হামলার খবরে বিস্মিত। ইজরায়েলি পুলিশকে অবিলম্ব পুরো ঘটনার তদন্ত করতে হবে। এই জঘন্য আক্রমণে যুক্ত লোকজনের বিচার ও শাস্তি চাই।