US Sex Offender Killing: 'ওরা শিশুদের আঘাত করে, মৃত্যুই ওদের প্রাপ্য', মার্কিন যুক্তরাষ্ট্রে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ৭১ বছরের বৃদ্ধকে কুপিয়ে খুন করে এমনটাই বলছেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ বরুণ সুরেশ। বছর ২৯- এর এই তরুণ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। তদন্তকারীদের জেরায় তিনি জানিয়েছেন, অনেকদিন ধরেই অন্তত একজন paedophile- কে খুন করার বাসনা ছিল তাঁর। এবার সেটা করতে পেরে খুশি বরুণ। তদন্তকারীদের তিনি বলেছেন, 'সত্যিই আনন্দ পেয়েছি'। 

Continues below advertisement

এই খুনের ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্টে। খুন হয়েছেন ৭১ বছরের ডেভিড ব্রিমার। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে খুনের অস্ত্র, ধারালো একটি ছুরি। পুলিশ সূত্রে খবর, চুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয়েছে ওই বৃদ্ধকে। পুলিশ সূত্রে খবর, ডেভিড যখন বাড়িতে একা ছিলেন সেই সময় তাঁর উপর হামলা করে বরুণ। ডেভিড পালাতে গেলে প্রথমে তাঁর ঘাড়ে কোপ মারা হয়। তারপর ডেভিড হামাগুড়ি দিয়ে পালাতে গেলে, তাঁর গলা কেটে দেওয়া হয়। ছুরি নিয়ে ডেভিডের উপর হামলা চালানোর সময় বৃদ্ধকে তাঁর কৃতকর্মের জন্য 'অনুতাপ' করতেও বলেন অভিযুক্ত তরুণ। 

ক্যালিফোর্নিয়ার মেগান ল' ডেটাবেস থেকে ডেভিড ব্রিমারের নাম খুঁজে পান বরুণ। সেখান থেকেই জানতে পারেন তাঁর কুকীর্তির কথা। এরপরেই ডেভিডকে 'টার্গেট' বানিয়ে নেন বরুণ সুরেশ। নিজেকে একজন সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট সাজিয়ে হানা দেন ডেভিডের বাড়িতে। বরুণ সঙ্গে নিয়েছিলেন ব্যাগ, নোটবুক... তাঁর সাজপোশাক থেকে চলনবলন, কথাবার্তা, আচয়ার-আচরণ - সবেতেই এমন পেশাদারিত্বের ছাপ ছিল যে সন্দেহ হয়নি ডেভিডের। এরপর বরুণ নিশ্চিত হয়ে নেন তাঁর সামনে থাকা ব্যক্তিই ডেভিড ব্রিমার কিনা। পরিচয় নিশ্চিত হওয়ার পর মাথা নেড়ে জানান, ঠিক লোককেই পেয়েছেন তিনি। এরপরই আচমকা হামলা করেন ভারতীয় বংশোদ্ভূত ওই তরুণ। 

Continues below advertisement

ততক্ষণে গন্ডগোলের আভাস পেয়ে পালানোর চেষ্টা করেন 'যৌন অপরাধী' ডেভিড ব্রিমার। কিন্তু শেষরক্ষা হয়নি। বরুণের হাত থেকে নিস্তার পাননি তিনি। ধারাল ছুরির আঘাতে মৃত্যু হয় ডেভিডের। আর এই খুন করে তিনি যে একেবারেই অনুতপ্ত নন, সেকথা বারবার প্রকাশ পেয়েছে তাঁর কথায়। সেই সঙ্গে ফুটে উঠেছে একপ্রকারের গর্ববোধ। হাবেভাবে বরুণ বুঝিয়ে দিয়েছেন, তিনি যা করেছেন ঠিকই করেছেন। এ ধরনের ন্যাক্কারজনক কাজ যাঁরা করে থাকেন, তাঁদের বেঁচে থাকার কোনও অধিকারই নেই। তাই তিনি শেষ করে দিয়েছেন ডেভিডকে।