Narendra Modi: এক্স মাধ্যমে রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। তাঁর অফিশিয়াল এবং ভেরিফায়েড এক্স হ্যান্ডেলের ফলোয়ার সংখ্যা বর্তমানে ১০০ মিলিয়ন। আন্তর্জাতিক স্তরে সবচেয়ে বেশি ফলো হওয়া নেতা এখন নরেন্দ্র মোদিই। এক্স মাধ্যমে নিজেই একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন ১০০ মিলিয়ন ফলোয়ার হওয়ায় খুশি তিনি। এক্স মাধ্যমের পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, এই প্রাণবন্ত মাধ্যমটিতে থাকতে পেরে এবং সেখানে হওয়া বিভিন্ন আলোচনা, বিতর্ক, অন্তর্দৃষ্টি, জনগণের আশীর্বাদ, গঠনমূলক সমালোচনা এবং অন্যান্য বিষয় উপভোগ করতে পেরে খুশি তিনি। আগামী দিনেও সমানভাবে এই মাধ্যমের আকর্ষণীয় বিষয়ে যুক্ত থাকার ব্যাপারে যে তিনি উন্মুখ সে কথাও লিখেছেন নিজের পোস্টে। এই প্রাণবন্ত মাধ্যমটিতে থাকতে পেরে এবং আলোচনা, বিতর্ক, অন্তর্দৃষ্টি, জনগণের আশীর্বাদ, গঠনমূলক সমালোচনা এবং আরও অনেক কিছু লালন করতে পেরে খুশি। ভবিষ্যতেও সমানভাবে আকর্ষণীয় সময়ের জন্য উন্মুখ।






বিগত তিন বছর ধরেই এক্স মাধ্যমে জনপ্রিয়তা বাড়ছে নরেন্দ্র মোদির। প্রায় ৩০ মিলিয়ন ফলোয়ার এই সময়ে যুক্ত হয়েছেন মোদির এক্স হ্যান্ডেলে। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বৃদ্ধির সুস্পষ্ট ছাপ রয়েছে ইউটিউব এবং ইনস্টাগ্রামেও। সেখানে যথাক্রমে ২৫ মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ৯১ মিলিয়নের বেশি ফলোয়ার্স রয়েছে নরেন্দ্র মোদির। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৯ সালে এক্স মাধ্যমে যুক্ত হয়েছিলেন তিনি। 


বিশ্বের তাবড় তারকাদের পিছনে ফেলে এক্স মাধ্যমে উত্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 


বিরাট কোহলি, লেডি গাগা, টেলর সুইফট, নেমার জুনিয়র, কিম কার্দাশিয়ান- সাধারণ এক্স মাধ্যমে ফলোয়ারের সংখ্যার নিরিখে প্রথম সারিতে থাকেন এই তারকারাই। তবে এই সমস্ত সেলেবকে পিছনে ফিলিয়ে বর্তমানে নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেলের ফলোয়ার ১০০ মিলিয়ন। পিছনে ফেলেছেন রাজনৈতিক ব্যক্তিত্বদের। রাহুল গান্ধী, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদ যাদব, শরদ পাওয়ার- এক্স মাধ্যমে ফলোয়ারের সংখ্যার নিরিখে এঁরা সকলেই রয়েছেন নরেন্দ্র মোদির পিছনে। 


আরও পড়ুন- অঙ্কে তুখোড়, পেয়েছিলেন পুরস্কারও, ট্রাম্পের উপর গুলি চালানো তরুণ ছিলেন রাজনীতি সচেতন 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।