বার্লিন: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে উয়েফা ইউরোর (UEFA Euro 2024 Final) মহারণ। জার্মানির রাজধানী বার্লিনে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্পেন (ENG vs ESP)। অনেকেই মনে করছেন এই ফাইনালে ফেভারিট হিসাবেই মাঠে নামবে লা রোহা। কিন্তু স্প্যানিশ কোচ কিন্তু এমনটা মানতে নারাজ।


ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে (Luis de la Fuente) বলেন, 'ফেভারিট বলে কোনও কিছু নেই। দুই দলই সমান শক্তিশালী, ঠিক যেমন আগের ম্যাচগুলিতে ছিল। তবে ওইসব ম্যাচে আমরা যেমন খেলেছি, তার থেকে বেশি ভাল না খেললে এই ম্যাচ জেতা সম্ভব নয়।' দে লা ফুয়েন্তের মতে ইউরোর সেরা দুই দলই ফাইনালে খেলতে নামবে। 'রবিবার এক দারুণ দলের বিরুদ্ধে বেশ কঠিন একটা ম্যাচ হবে। টুর্নামেন্টের সেরা দুই দল আমরা, সেই কারণেই তো আমরা ফাইনালে। দুই সমান দলের এই ম্যাচগুলিতে জেতা বা হারার মাঝে ব্যবধান কিন্তু খুব কম। যে দল ভুল কম করবে, সেই দলই জয় পাবে।'


স্প্যানিশ দল ইতিমধ্যেই কিন্তু ইতিহাস গড়ে ফেলেছে। প্রথম দল হিসাবে জিতেছে এক ইউরোয় ছয়টি ম্যাচ। রবিবাসরীয় রাতে (ভারতীয় সময় অনুযায়ী সোমবার ভোররাত) প্রথম দল হিসাবে চার ইউরো জয়ের হাতছানি স্পেনের সামনে। কোচ দে লা ফুয়েন্তের সামনেও রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। ইতিমধ্যেই অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২১, দুই বয়সভিত্তিক দলের হয়ে ইতিমধ্যেই মহাদেশের সেরা খেতাব জিতে নিয়েছেন তিনি। সেই অনূর্ধ্ব ২১ ইউরো জয়ী দলের সদস্য মিকেল মেরিনো তো এবার সিনিয়র দলেও রয়েছেন। জার্মানির বিরুদ্ধে গোলও করেছিলেন। লা রোহার সিনিয়র দলকে নেশনস লিগ খেতাবও এনে দিয়েছেন ফুয়েন্তে। এবার তাঁর সামনে প্রথম কোচ হিসাবে দুই বয়সভিত্তিক ইউরো এবং নেশনস লিগের পর সিনিয়র দলের হয়ে ইউরো খেতাব জয়ের হাতছানি। 


বার্লিনের অলিম্পিস্টাডিয়ানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ প্রত্যাশা রয়েছে। ম্যাচ শেষে জয়ের হাসিটা দে লা ফুয়েন্তেই হাসেন কি না, সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: ছেঁড়া মোজা পড়েই খেলছেন একের পর এক ম্যাচ, ইউরো মাতাচ্ছেন বেলিংহ্যাম, সাকারা, কিন্তু কেন?