কলকাতা: দশম এবং দ্বাদশ শ্রেণি পাশে নিয়োগ করছে ভারতীয় রেল। ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব কেন্দ্রীয় শাখায় এই নিয়োগ করা হচ্ছে। রেল সূত্রে খবর, স্পোর্টস কোটায় এই নিয়োগ করছে রেল।
লেভেল ২, ৩, ৪, ৫-এর মতো বিভিন্ন ধাপে এই নিয়োগের জন্য আবেদন নেওয়া শুরু করেছে রেল। secr.indianrailways.gov.in এই ঠিকানায় গিয়ে আবেদন করা যাবে। তবে হাতে আর মাত্র একদিন সময়। আগামীকালই আবেদনের শেষদিন।
দেখে নিন বিভিন্ন পর্যায়ের যোগ্যতামান-
লেভেল ২ এবং ৩: দশম শ্রেণি পাশ করলেই আবেদন করা যাবে। তবে তার জন্য সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীকে টেকনিশিয়ান পদে রাখা হবে। ৩ বছরের আইটিআই বা সমতুল্য কোনও ডিগ্রি পেতে হবে। দ্বাদশ শ্রেণি পাশ করে নন- টেকনিক্যাল পদেও আবেদন করা যাবে।
লেভেল ৪: স্বীকৃতিপ্রাপ্ত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক হতে হবে। অথবা দ্বাদশ স্তরে পদার্থবিদ্যা বা অঙ্ক থাকতে হবে। অথবা হিন্দি বা ইংরাজিতে স্টেনোগ্রাফি জানতে হবে। একইসঙ্গে দ্বাদশ স্তরের অন্যতম বিষয়ও হতে হবে।
লেভেল ৫- যে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
কীভাবে হবে নিয়োগ প্রক্রিয়া?
মূলত খেলার ক্ষেত্রে ট্রায়ালকে গুরুত্ব দেওয়া হবে। সিলেকশন কমিটিই নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর নথি যাচাইয়ের কাজ করবেন ওই কমিটির সদস্যরা। যারা নির্বাচিত হবেন তাঁদের নাম দেওয়া হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। আবেদনকারীকে ওয়েবসাইটে চোখ রাখতে হবে পরবর্তী আপডেটের জন্য। এক এক ধাপের চূড়ান্ত পরীক্ষা হবে ভিন্ন ভিন্ন সময়ে। ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব কেন্দ্রীয় শাখার বিলাসপুর কেন্দ্র যে কোনও সময় পূর্ব নির্ধারিত দিন পরিবর্তন বা বাতিল, নিয়োগ প্রক্রিয়া স্থগিত করতে পারে।