ট্রেনের নাম শেষনাগ। পুরাণের সেই সাত মাথা সাপের নামে নাম, যার ওপরে বিশ্রাম নেন শ্রী বিষ্ণু। রেল মন্ত্রক বলেছে, এই ট্রেনে ৪টি ফাঁকা বিওএক্সএন রেক, ৪ সেট ইলেকট্রিক লোকোমোটিভ রয়েছে। ভারতীয় রেল পরিচালিত এটাই দীর্ঘতম ট্রেন, এটি চলছে নাগপুর ও কোরবার মধ্যে।
পীযূষের টুইটে হাজার হাজার লাইক পড়েছে। সকলে মুগ্ধ এত দীর্ঘ ট্রেন দেখে। একজন বলেছেন, ভিডিও শেষ হয়ে যাচ্ছে কিন্তু ট্রেন শেষ হচ্ছে না। অভিনন্দন। আর একজন বলেছেন, ভারতীয় রেল গোটা বিশ্বকে হারিয়ে এমন অনেক রেকর্ড করবে।