কলকাতা: লিওনেল মেসিকে ঘিরে উৎসব বিপর্যয়ে পরিণত হয়েছে। গোটা বিশ্বের সামনে মাথানত হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের। সেই নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে যেমন, ব্যঙ্গ-বিদ্রুপ চলছে সোশ্যাল মিডিয়াতেও। সেই নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস। সুজিতের উদ্যোগেই লেক টাউনে, বিগ বেনের পাশে মেসির মূর্তি বসেছে। সেই নিয়ে কটাক্ষেরও জবাব দিলেন সুজিত। (Sujit Bose on Messi Event)

Continues below advertisement

রবিবার এবিপি আনন্দের মুখোমুখি হয়ে মেসিকাণ্ড নিয়ে মুখ খুললেন সুজিত। যুবভারতীতে মেসিকে ঘিরে যে বিশৃঙ্খলা দেখা দেয়, যে ভাঙচুর চলে, সেই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুলিশ কর্তাদের শোকজ করার পাশাপাশি, অনুরোধ মেনে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকেও। যদিও মন্ত্রী সুজিতের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেই নিয়ে প্রশ্ন উঠছে এখনও। (Messi in Kolkata)

সেই আবহেই মুখ খুললেন সুজিত। তাঁর বক্তব্য, "সরকার তদন্ত কমিটি গড়েছে। এখনই এ বিষয়ে কিছু বলব না। তদন্তের রিপোর্টে কী উঠে আসে দেখি। কোথায় ভুল হয়েছে, কোথায় ঠিক হয়েছে, তদন্তের রিপোর্ট সেটা বলবে। তবে আমি বলতে পারি যে, এই বাংলায় অনেক বড় বড় জিনিস হয়েছে এবং হবে। আমাদের সরকারের আমলেও অনেক বড় বড় ইভেন্ট হয়েছে।"

Continues below advertisement

যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে সুজিতের বক্তব্য, "মেসির সফরে স্টেডিয়ামে যে প্রবলেম হয়েছে, সেটা দেখা হচ্ছি। তদন্ত কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই নিয়ে কিছু বলব না।" কিন্তু তাঁর উদ্যোগে মেসির যে ৭০ ফিটের মূর্তি বসানো হয়েছে, তা নিয়েও তো বিদ্রুপ শুরু হয়েছে? তবে সুজিতের সাফ জবাব, "স্ট্যাচুটা ওঁর ভাল লেগেছে, পছন্দ হয়েছে। প্রশ্ন কেউ করেনি। দু'-একজন নিন্দুক সবসময়ই এসব করে। মেসি নিজে প্রশংসা করে মূর্তির ছবি এক-দু'নম্বরে রেখেছেন।"

যুবভারতীতে মেসিকে দেখা নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়, তার জন্য রাজ্যের তৃণমূল নেতৃত্বকে, বিশেষ করে অরূপের ভূমিকা নিয়ে গোড়া থেকেই প্রশ্ন উঠছে। এমনকি দলের অন্তর্দ্বন্দ্ব, বিশেষ করে অরূপ ও সুজিতের মধ্যে টানাপোড়েনকে দায়ী করেন অনেকে। পরস্পরকে টেক্কা দেওয়ার যে অভিপ্রায় নেতাদের মধ্যে, তাতেই ওই পরিস্থিতি তৈরি হয় বলে মনে করছেন কেউ কেউ। তবে সেই নিয়ে অরূপ বা সুজিত, কেউই কোনও মন্তব্য করেননি। 

তবে ক্রীড়া-তারকাদের ঘিরে দর্শকদের যে আবেগ, তাতে রাজনীতিকদের মাতামাতি যে কেউ ভাল চোখে দেখছেন না, তা স্পষ্ট হয়ে গিয়েছে। প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া পর্যন্ত সেকথা বলছেন। তাঁর কথায়, "কলকাতার ঘটনা দুর্ভাগ্যজনক। খেলার ইভেন্টে রাজনীতিবিদ বা ভিভিআইপি-দের মাতামাতি করা উচিত নয়। সারা দেশেই খেলার ইভেন্টে খেলাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত। কলকাতার ঘটনা একটা শিক্ষা। ফ্যানরা শুধু মেসিকেই দেখতে এসেছিলেন।"