নয়া দিল্লি: বেড়াতে যেতে ইচ্ছে করছে, কিন্তু ট্রেনের টিকিটের (Train Ticket) দাম দেখে সেই ইচ্ছে দমে যাচ্ছে! তবে আপনার জন্য সুখবর আনল রেল (Indian Railways)। দূরপাল্লার ট্রেনের টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। রেলের তরফে বুধবার এসি থ্রি-টায়ার ইকোনমি ক্লাস ভ্রমণের ভাড়া আগের মতো কার্যকর করার একটি আদেশ জারি করেছে যা গত বছরের নভেম্বরে প্রত্যাহার করা হয়েছিল।                   

  


এর ফলে, এসি থ্রি ইকোনমি কোচের ভাড়া এসি থ্রি  কোচের চেয়ে কম হবে। বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গত বছর, রেলওয়ে বোর্ড এসি থ্রি এবং এসি থ্রি ইকোনমি কোচের ভাড়া সমান করেছিল। রেলের এই সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা হয়। 


রেলের এক আধিকারিক জানিয়েছেন যে এসি থ্রি  কোচে বার্থের সংখ্যা ৭২টি, যেখানে এসি থ্রি ইকোনমিতে বার্থের সংখ্যা ৮০টি। এটি সম্ভব হয়েছে কারণ AC 3 ইকোনমি কোচের বার্থের প্রস্থ AC 3 কোচের চেয়ে সামান্য কম৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাড়া কমানোর সঙ্গে সঙ্গে ইকোনমি কোচে কম্বল ও চাদর দেওয়ার ব্যবস্থা চালু থাকবে। 


যাত্রীদের সস্তায় ট্রেনে সফরের সর্বোত্তম ও আরামদায়ক সুবিধা দিতেই এসি ৩-টায়ার ইকনমি ক্লাস নিয়ে এসেছিল রেলওয়ে বোর্ড। এমনি এসি ৩ টায়ারের থেকে এই কোচগুলির টিকিটের দাম ৬ থেকে ৭ শতাংশ কম। রেলওয়ে আধিকারিকরা জানিয়েছেন, এসি ৩ টায়ারে যেখানে ৭২ টি বার্থ থাকে। এসি ৩ টায়ারে ৮০ টি বার্থ থাকবে। পরিসংখ্যান অনুযায়ী, এই নয়া কোচ নিয়ে আসার এক বছরের মধ্যেই এর থেকে রেলওয়ে ২৩১ কোটি টাকা আয় করেছে। ২০২২ সালের এপ্রিল- অগস্ট মাসে ১৫ লক্ষ মানুষ এই কোচে যাত্রা করেছেন। এর ফলে আয় হয়েছে ১৭৭ কোটি টাকা।


আরও পড়ুন, রেল টিকিটে ফের ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা? নিয়ম ফিরিয়ে আনতে প্রস্তাব সংসদে


তবে এবার থেকে আপনি যদি ট্রেনের এসি থ্রি ইকোনমি কোচে ভ্রমণ করেন তাহলে আপনাকে থ্রি এসির তুলনায় কম টাকা দিতে হবে। ইতিমধ্যেই টিকিট বুক করা যাত্রীরাও এই সিদ্ধান্তের সুবিধা পাবেন। রেলের তরফে জানান হয়েছে। যেসব যাত্রী অনলাইনে এবং কাউন্টারে টিকিট নিয়েছেন তাদের টাকা রেলওয়ে ফেরত দেবে।