মুম্বই : অভিনব উপায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। মধ্য রেলের ব্যতিক্রমী উদ্যোগ। প্রথমবারের জন্য বন্দে ভারত এক্সপ্রেস সামগ্রিকভাবে পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হল মহিলা কর্মীদের উপর। এই বন্দেভারতের যাত্রাপথ নির্ধারণ করা হয় মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে শিরডি পর্যন্ত। তাতে লোকো পাইলট থেকে শুরু করে ট্রেন ম্যানেজার, টিসি ও ট্রেন হোস্টেস সব মহিলা ক্রু। এ প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, একই উদ্যোগ একটি মালগাড়িতেও নেওয়া হয়েছে। এই উদ্যোগ অন্য বন্দে ভারতেও নেওয়ার চেষ্টা করা হবে।
সেন্ট্রাল রেলের CPRO স্বপ্নীল নীলা বলেন, "ভারতীয় রেল সবসময় মহিলাদের পক্ষে বিষয়টা সহজ রাখতে চেয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে একই উদ্যোগে, সিএমএমটি-শিরডি বন্দে ভারত দৌড়াচ্ছে ভারতীয় রেলের মহিলা কর্মীদের তত্ত্বাবধানে। লোকো পাইলট থেকে শুরু করে ট্রেন ম্যানেজার, টিসি ও ট্রেন হোস্টেস সব মহিলা ক্রু। অন্যান্য বন্দে ভারতেও আমরা একই উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। এই উপলক্ষে, মধ্য রেলের মালগাড়িতেও রয়েছেন মহিলা কর্মীরা। "
এনিয়ে সোশাল মিডিয়া পোস্টে সেন্ট্রাল রেলের তরফে লেখা হয়েছে, ঐতিহাসিক মুহূর্ত ! এই প্রথমবার, একটি বন্দে ভারত এক্সপ্রেস পরিচালনা করছেন মহিলা কর্মীরা। আন্তর্জাতিক নারী দিবসে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে ছাড়ছে। ট্রেনের নম্বর ২২২২৩ সিএসএমটি-সাঁইনগর শিরডি বন্দেভারত এক্সপ্রেস ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস ছেড়েছে মহিলা কর্মীদের নিয়ে : লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ট্রেন ম্যানেজার ও টিকিট পরীক্ষক, অন-বোর্ড ক্যাটারিং স্টাফ। একটা গর্বের মুহূর্ত, যার মাধ্যমে ভারতীয় রেল মহিলাদের শক্তি, তাঁদের উৎসর্গ ও নেতৃত্ব উদযাপন করছে।