মুম্বই: মার্কিন ডলারের তুলনায় সর্বকালীন তলানিতে টাকা। বুধবার শেয়ার মার্কেট খুলতেই বাজারে ধস নামে। সেই সঙ্গে পড়তে থাকে টাকার দামও। এদিন মার্কিন ডলারের তুলনায় টাকার দর গিয়ে দাঁড়ায় ৭৬.৯১। যা সর্বকালীন রেকর্ড।


বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাসের কারণেই বাজারে পতন অব্যাহত। আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বাড়ার ফলেই টাকার সঙ্গে তফাৎ আরও বৃদ্ধি পেয়েছে। এদিন বাজার খোলার সময় মার্কিন ডলারের তুলনায় টাকার দর ছিল ৭৬.৮৬। কয়েক মিনিটের মধ্যেই তা ৮ পয়সা পড়ে যায়। তবে, পরে অবশ্য পতনের ধারা কাটিয়ে উঠে কিছুটা বেড়ে টাকা দাঁড়ায় ৭৬.৮০।


বিশেষজ্ঞদের দাবি, বিনিয়োগকারীরা মার্কিন ডলারকে বিশ্বাস করায় টাকা সহ যাবতীয় এশীয় মুদ্রার পতন ঘটে। বুধবার, শেয়ার বাজার খোলার সময় তেমন কোনও সাড়া না মিললেও, পরের দিকে তা ২০০ পয়েন্ট লাফ মেরে ওঠে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। তবে, বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই ধারা। একেবারে উল্টোপথ ধেয়ে সোজা গতকালের তুলনায় আরও নীচে নেমে আসে সেনসেক্স।


করোনাভাইরাস অতিমারীর জন্য বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কা রয়েছে। ভারত সহ বহু দেশে চলছে লকডাউন। বিশ্বে এখনও পর্যন্ত প্রায় ২৫ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু ক্রমশ ২ লক্ষের দিকে এগোচ্ছে। ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার। মৃত্যু হয়েছে ৬৪০ জনের।