নয়াদিল্লি: ভারত থেকে ছেলেমেয়েরা ছোটবেলায় বিদেশে গিয়ে বেশিরভাগই গোমাংস খাওয়া শুরু করে কারণ আমাদের ‘সংস্কৃতি’, ‘প্রচলিত মূল্যবোধে’র শিক্ষা তারা পায় না। বললেন গিরিরাজ সিংহ। বুধবার শ্রীমদ ভাগবত কথা জ্ঞাপন অনুষ্ঠানের ভাষণ কেন্দ্রীয় মন্ত্রী স্কুলে গীতার বাণী, শিক্ষা চালু করার প্রস্তাব দেন। ভাগবত গীতা স্কুলে পড়ানো উচিত বলেও অভিমত জানিয়ে তিনি বলেন, আমরা বাচ্চাদের মিশনারি স্কুলে পাঠাই। তারা আইআইটিতে পড়ে ইঞ্জিনিয়ার হয়, বিদেশে যায়। সেখানে অধিকাংশই গোমাংস ভক্ষণ করে। কেন? কারণ ওদের আমরা নিজেদের সংস্কৃতি, প্রচলিত ঐতিহ্য মূল্যবোধের শিক্ষা দিই না। পরে বাবা-মায়েরা অনুযোগ করেন, ছেলেমেয়েরা তাঁদের দেখে না, দায়দায়িত্ব পালন করে না। সেজন্যই স্কুলে গীতার শ্লোক পড়ানো উচিত। ১০০টার মতো বাড়িতে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, মাত্র ১৫টা ঘরে হনুমান চালিশা আছে, গীতা আর রামায়ন মিলেছে মাত্র তিনটে বাড়িতে। সুতরাং বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই।
অনুষ্ঠানের পরেও ভারত একমাত্র তার সংস্কৃতি রক্ষা পেলেই বাঁচবে বলেও সাংবাদিকদের সামনে মন্তব্য করেন গিরিরাজ।