লখনউ: আগ্রা জেলে কারা থাকে তিনি জানেন না। তাদের সঙ্গে কখনও দেখা হয়নি, হয়তো হবেও না কোনওদিন। কিন্তু আগ্রা জেলের ৯ বন্দির জন্য ঈশ্বরের আশীর্বাদ হিসেবে এলেন উত্তর প্রদেশের প্রবেন্দ্র কুমার যাদব। তাঁদের জেল থেকে মুক্তি দিয়ে খোলা হাওয়ায় শ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
প্রবেন্দ্রর বাবা শ্রী নিবাস যাদব ৬ বছর আগে মারা যান। তাঁর স্মৃতিতে সমাজকর্মী প্রবেন্দ্র আগ্রা জেলের ৯ বন্দির ওপর ধার্য হওয়া জরিমানার টাকা দিয়ে দিয়েছেন। এই ৯ জন ছোটখাটো অপরাধের কারণে গ্রেফতার হন। তাঁদের জেলের মেয়াদ আগেই শেষ হয়েছে কিন্তু জরিমানার টাকা দিতে না পারায় জেল খাটছিলেন এখনও। এঁদের জরিমানা হিসেবে মোট ধার্য ৬১,৩৩৩ টাকা তিনি নিজের পকেট থেকে দিয়েছেন।
আগ্রা জেলের সুপার শশীকান্ত মিশ্র বলেছন, অন্য কেউ জরিমানার টাকা দিয়ে দেওয়ায় এভাবে এখনও পর্যন্ত ৩১৩ জন বন্দি জেল থেকে মুক্তি পেয়েছেন। এ জন্য জেল কর্তৃপক্ষ ২১ লাখ টাকা তোলে। নানা স্বেচ্ছাসেবী সংস্থা, চিকিৎসক, ব্যবসায়ী ও অন্যান্য ব্যক্তি গুণেছেন জেলের মেয়াদ ফুরনো বন্দিদের জরিমানার টাকা।
বাবার মৃত্যুবার্ষিকী, ৯ বন্দিকে জেলমুক্ত করলেন উত্তর প্রদেশের এই বাসিন্দা
ABP Ananda, Web Desk
Updated at:
02 Jan 2020 01:35 PM (IST)
এঁদের জরিমানা হিসেবে মোট ধার্য ৬১,৩৩৩ টাকা তিনি নিজের পকেট থেকে দিয়েছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -