নয়াদিল্লি: বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে গড়ে তোলা হয়েছিল দেশের বৃহত্তম কোভিড ট্রিটমেন্ট সেন্টার। বেডের সংখ্যা ১০ হাজার। উপসর্গহীন এবং সামান্য় উপসর্গ থাকা রোগীদের রাখার জন্য এটি গড়ে তোলা হয়। কিন্তু ধীরে ধীরে রোগীর সংখ্যা কমতে থাকায় এবার এটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে এই বিশেষ হাসপাতাল। রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ও কোভিড কেয়ার টাস্ক ফোর্সের বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এই সাময়িক হাসপাতাল গড়ার জন্য খাট-বিছানা, মাদুর, পাখা, ডাস্টবিন, জল ভরার মেশিন ইত্যাদি নিয়ে আসা হয়েছিল। এ সবের সংখ্যাটা কম নয়। ঠিক করা হয়েছে এগুলি বিভিন্ন সরকারি হাসপাতালের মধ্যে বন্টন করে দেওয়া হবে একেবারেই বিনামূল্যে। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের হস্টেলের জন্য দেওয়া হচ্ছে ২ হাজার ৫০০টি ফার্নিচার।আবার বাগালকোটে হর্টিকালচার ইউনিভার্সিটি, মাইনরিটি ওয়েলফেয়ার হসপিটাল, বেঙ্গালুরু জিকেভিকে-ও প্রত্যেকে পাবে ১ হাজার করে ফার্নিচার।
উল্লেখ্য, এক সময় মুম্বইয়ের কোভিড হট-বেড হিসাবে চিহ্নিত করা হয়েছিল এশিয়ার বৃহত্তম বস্তি ধরাভিকে। কিন্তু সেখানে আর হাতে গোনা কিছু রোগী সুস্থ হতে বাকি থাকায় সাময়িক হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে সম্প্রতি। ধরাভি সংলগ্ন বেসরকারি হাসপাতালে যে কোভিড বেডের বন্দোবস্ত করা হয়েছিল, সেসবও সরিয়ে নেওয়া হয়েছে। আর এ বার তেমনটা ঘটল বেঙ্গালুরুতে।
১০ হাজার বেড, দেশের বৃহত্তম, রোগী আসছে না ,বন্ধ হচ্ছে বেঙ্গালুরুর কোভিড হাসপাতাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Sep 2020 01:01 PM (IST)
এই সাময়িক হাসপাতাল গড়ার জন্য খাট-বিছানা, মাদুর, পাখা, ডাস্টবিন, জল ভরার মেশিন ইত্যাদি নিয়ে আসা হয়েছিল। এ সবের সংখ্যাটা কম নয়। ঠিক করা হয়েছে এগুলি বিভিন্ন সরকারি হাসপাতালের মধ্যে বন্টন করে দেওয়া হবে একেবারেই বিনামূল্যে।
ফাইল ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -