নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ পার। সুস্থতার সংখ্যা ৬০ লক্ষ ছাড়াল। দেশে কমল দৈনিক মৃত্যু, বাড়ল সংক্রমণ। একইসঙ্গে বাড়ল দৈনিক সুস্থতাও। এই নিয়ে ৬৬ দিন দৈনিক সংক্রমিতের সংখ্যায় ভারত বিশ্বে এক নম্বরে।


ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮ হাজার ৩৩৪ জনের। একদিনে মৃত ৯১৮। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৯২৬।


দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭৪ হাজার ৩৮৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭৩ হাজার ২৭২। দেশে মোট আক্রান্ত ৭০ লক্ষ ৫৩ হাজার ৮০৭।


একদিনে সুস্থ হয়েছেন ৮৯ হাজার ১৫৪ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৮২ হাজার ৭৫৩। দেশে মোট সুস্থ ৬০ লক্ষ ৭৭ হাজার ৯৭৭।
দেশে মৃত্যুর হার ১.৫৪ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৮৬.১৬ শতাংশ।


আইসিএমআর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ৭৮ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত গোটা দেশে পরীক্ষা করা হয়েছে ৮ কোটি ৬৮ লক্ষ ৭৭ হাজার ২৪২টি নমুনা।