নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরশাহীতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ব্যাটসম্যান-বোলারদের পাশাপাশি ফিল্ডিংয়ের উৎকর্ষতার ঝলক টি২০ প্রেমীদের নজর কাড়ছে। এর পাশাপাশি, মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন মজাদার ঘটনাও ক্যামেরাবন্দি হয়ে দর্শকদের কাছে চলে আসছে। এবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পিনার যুজবেন্দ্র চাহলের একটি মজাদার ভিডিও সামনে এসেছে। বাইশ গজে তখন আরসিবি-র ইনিংস চলছিল। ওয়াশিংটন সুন্দর একটি ছয় হাঁকান। তা দলেরই ডাগ আউটে এসে পড়ে। ভিডিওতে বল যখন উড়ে এসে পড়ছে, তখন চাহলকে আড়াল খুঁজতে কোনও রকমে দৌড়তে দেখা যাচ্ছে।



চেন্নাইয়ের বিরুদ্ধে গতকালের ম্যাচে শুরুটা আদৌ ভালো হয়নি আরসিবি-র। দীপক চাহার শুরুতেই তুলে নেন অ্যারন ফিঞ্চকে। কিন্তু এরপর দেবদত্ত পাডিক্কল ও অধিনায়ক বিরাট কোহলির জুটি দলের ইনিংস মেরামতির কাজ শুরু করেন।
অধিনায়কোচিত ইনিংস খেলেন বিরাট। তিনি ৫২ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি করে বাউন্ডারি ও ছক্কা। তরুণ বাঁ হাতি ওপেনার দেবদত্ত পাড়িক্কল ৩৩ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৯ রান করে আরসিবি।
জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান করে সিএসকে। সর্বোচ্চ ৪২ রান করেন অম্বাতি রায়াডু। এন জগদিশন করেন ৩৩ রান। ধোনি করেন ১০ রান। আরসিবি-র হয়ে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন ক্রিস মরিস। জোড়া উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন ইসুরু উদানা ও যুজবেন্দ্র চাহল।
ফিঞ্চ আউট হওয়ার পর চেন্নাই শিবিরকে আক্রমণের কাজটা শুরু করেন আরসিবি-র বাঁহাতি ওপেনার দেবদত্ত। কর্ণ শর্মার বলে বিরাট ছয় হাঁকান তিনি। কিন্তু শার্দুল ঠাকুর বোলিং আক্রমণে ফিরে আসার পর তিনি আউট হয়ে যান। একই ওভারে দুটি উইকেট নিয়ে তিনি ফের আরসিবি ইনিংসে আঘাত হানেন। রবীন্দ্র জাডেজাও খুব ভালো বোলিং করছিলেন।
এই সময় কর্ণ শর্মার বলে ওয়াশিংটন সুন্দর লন্বা ছক্কা হাঁকান। বল সোজা উড়ে আসছিল আরসিবি-র ড্রেসিং রুমের দিকে। নিজের দিকে বল আসতে দেখে চাহলকে দৌড়ে আড়াল খুঁজতে দেখা যায়।
এই ঘটনা নিয়ে নেটিজেনরা হাসি চাপতে পারেননি। তাঁরা বিভিন্ন মজাদার মন্তব্যের মাধ্যমে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।